এইদিন ওয়েবডেস্ক,মালদ্বীপ,২১ জানুয়ারী : মালদ্বীপে চীনপন্থী দল ক্ষমতায় আসার পর পর্যটন নির্ভর মালদ্বীপে ভারতীয় পর্যটক কম করতে লাক্ষাদ্বীপকে প্রমোট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । যেকারণে নরেন্দ্র মোদীকে নিয়ে মালদ্বীপের উপমন্ত্রী তথা চীনপন্থী ক্ষমতাসীন দলের নেতাদের কটূক্তি করেছিল । যার জেরে দু’দেশের মধ্যে সম্পর্ক এখন তলানিতে । সম্পর্ক আরও অবনতি হচ্ছে মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর ভারত বিদ্বেষী মানসিকতার জন্য । এবারে ভারতের সাহায্য ছাড়াই সমুদ্রসীমায় নজরদারি চালাতে তুরস্কের কাছে ড্রোন কেনার জন্য ৩ কোটি ৭০ লাখ ডলারের একটা চুক্তি করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু । তবে সেই সামরিক ড্রোন অস্ত্রবাহী কিনা, তা এখনো স্পষ্ট নয় ।
উল্লেখ্য,মালদ্বীপের সমুদ্রসীমায় নজরদারি বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করে ভারতীয় বাহিনী। নয়াদিল্লি মালেকে ডরনিয়ার বিমান ও দুটি হেলিকপ্টার উপহার দিয়েছিল। বিমানটি নজরদারির কাজে ব্যবহৃত হলেও হেলিকপ্টারের মাধ্যমে প্রয়োজনীয় সরবরাহ ও রোগী পরিবহনের কাজ হয়। বিমান ও হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের জন্য মালদ্বীপে ভারতীয় বাহিনীর ৮৮ জন সদস্য রয়েছেন। তাদের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে নবনির্বাচিত রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু । আগামী ১৫ মার্চ সেই সময়সীমা ধার্য করা হয়েছে। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই তুরস্ক থেকে সামরিক ড্রোন কেনার চুক্তির বিষয়টি প্রকাশ্যে আসায় মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক আরও অবনতি হবে বলে মনে করা হচ্ছে ।
এদিকে মোহাম্মদ মুইজ্জু সরকার ভারতীয় ডর্নিয়ার ব্যবহারের অনুমতি বিলম্বিত করার পরে মালদ্বীপে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে ।
মুইজু ভারতের প্রতি তার বিদ্বেষ মেটাতে মানুষের জীবন নিয়ে খেলছে বলে অভিযোগ করেছে মালদ্বীপের বিরোধী দল। স্থানীয় মিডিয়া অনুসারে, মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের কারণে সম্প্রতি তিনি রাজধানী মালে মেয়র নির্বাচনে হেরেছিলেন ।।