এইদিন স্পোর্টস নিউজ,০২ ডিসেম্বর : অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত । পাশাপাশি একটা রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়া । এতদিন টি-টোয়েন্টিতে ১৩৫টি জয় নিয়ে সবার উপরে ছিল পাকিস্তান । এখন পাকিস্তানকে সরিয়ে ভারত শীর্ষ স্থান দখল করে নিয়েছে । ভারত ২১৩ ম্যাচ খেলে জিতেছে ১৩৬টিতে । পাকিস্তান এখন পর্যন্ত খেলেছে ২২৬ ম্যাচ । ২০০ ম্যাচ খেলে ১০২টিতে জিতে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড ।
অনান্য দলগুলির মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দু’দলই ৯৫টি করে ম্যাচে জিতেছে । ইংল্যান্ড ৯২, শ্রীলঙ্কা ৭৯, ওয়েস্ট ইন্ডিজ ৭৬, আফগানিস্তান ৭৪, আয়ারল্যান্ড ৬৪, উগান্ডা ৬২ ও বাংলাদেশ ৫৮টি ম্যাচে জিতেছে ।
শুক্রবার রাইপুরে ভারতের ১৭৪ রানের জবাবে ১৫৪ রানে থেমে যায় অজিদের ইনিংস । ট্রাভিস হেড ব্যাটে ঝড় তুললেও অন্যপ্রান্তে রক্ষণাত্মক খেলতে থাকেন জস ফিলিপ। ৭ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। স্কোর বোর্ডে ৪ রান যোগ হওয়ার পর ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হেডও। ১৬ বলে ৩১ রান করেন তিনি। অ্যারন হার্ডিও ফিলিপের মতো ৮ রান করেন। বেন ম্যাকডারমথ ও টিম ডেভিড দুজনই করেন ১৯ করে ।
ম্যাথু ওয়েডের সঙ্গে ম্যাথু শর্ট অস্ট্রেলিয়াকে আশা দেখালেও ২২ রান করে তিনিও বিদায় নেন। শেষদিকে ওয়েড চেষ্টা করলেও অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি তিনি । শেষ পর্যন্ত ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন ওয়েড । সিরিজের তৃতীয় জয় আসে ভারতের ।।