এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৫ মে : পিকে হালদারের গ্রেফতারির বিষয়ে ভারত কিছু জানায়নি বলে দাবি করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । রবিবার তিনি রাজধানী ঢাকায় বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক একটি সেমিনার অংশ নিয়েছিলেন । তারই মাঝে জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বাংলাদেশে । তাকে নিজেদের হেফাজতে পেতে দীর্ঘদিন ধরে আমরা ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চালাচ্ছিলাম । সে গ্রেপ্তার হয়েছে শুনছি । তবে তার গ্রেফতারির বিষয়ে এখনও আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি । ভারত জানানোর পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে ।’
জানা গেছে,প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদারের বিরুদ্ধে বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে । বাংলাদেশের পুলিশের খাতায় তিনি ফেরার ছিলেন । শনিবার তাকে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । তাকে ছাড়াও আরও পাঁচজনকে গ্রেপ্তার করে ইডি । তার মধ্যে চারজন বাংলাদেশি । রবিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । তাঁকে ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক ।।