এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ ডিসেম্বর : মার্কিন বিদেশ দপ্তর আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের অধীনে “বিশেষ উদ্বেগের দেশ” (সিপিসি) এর সর্বশেষ কালো তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করেনি । মার্কিন বিদেশ দপ্তর বলেছে, আমেরিকা ও ভারত বিশ্বের দুই বৃহত্তর গনতান্ত্রিক দেশ । ভারতে বৈচিত্রের মধ্যেও পারস্পরিক বিশ্বাস বিদ্যমান । তাই ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে আমেরিকার বিশেষ নজরদারি তালিকায় রাখার দরকার নেই।
পরিবর্তে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ১০ টি দেশকে ধর্মীয় স্বাধীনতার কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে । ওই দেশগুলি হল—পাকিস্তান,চীন,বার্মা, ইরিত্রিয়া, ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান ।
এদিকে এই ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের নাম অন্তভূক্ত করায় বেজায় চটেছে ইসলামাবাদ । তারা এই তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছে,এই তালিকা পাকিস্তানের বাস্তবতা থেকে ভিন্ন। পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র মুমতাজ জারা বেলুচ একটি বিবৃতি জারি করে বলেছেন যে পাকিস্তান একটি বহু-ধর্মীয় দেশ এবং একটি বহুত্ববাদী সমাজ যেখানে অন্যান্য ধর্মের প্রতি বন্ধুত্বের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।’ তাঁর কথায়,’এটা একতরফা সিদ্ধান্ত ।’।