এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,০৯ মে : পাকিস্তান থেকে গুজরাটের আহমেদাবাদে আসা ১৭ জন হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দিল ভারত । তাঁদের ভারতীয় নাগরিকত্বের নথি হস্তান্তর করেছেন আহমেদাবাদের কালেক্টর সন্দীপ সাঙ্গলে । ভারতীয় নাগরিকত্ব আইন অনুসারে, সাত বা তার বেশি বছর ধরে ভারতে বসবাসকারী বিদেশী নাগরিকরা সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করার পরে এদেশের নাগরিকত্ব অর্জনের যোগ্যতা অর্জন করেন ।
প্রসঙ্গত,বাংলাদেশ,আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা মানুষদের নাগরিকত্বের আবেদনগুলি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে কেন্দ্রী এবং রাজ্য সরকারগুলি । ইতিমধ্যেই উত্তরপ্রদেশের আলিগড় শহরে বসবাসকারী হিন্দু পরিবারের তিনজন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন । আর চারজন পাকিস্তানি মুসলমানও নাগরিকত্বের অপেক্ষায় রয়েছেন । পাকিস্তানের সিন্ধু থেকে পালিয়ে আসা ৮ হিন্দু শরণার্থীকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছিল গত বছর । এবার আলিগড়ে কয়েক বছর ধরে বসবাসরত ১৭ জন পাকিস্তানি নাগরিকও শীঘ্রই ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছেন বলে খবর ।।