এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ জুলাই : প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেল ভারত । এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ৬৪.০৩ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি মোট ২৮২৪টি ভোট পেয়েছেন, যার মূল্য ৬৭৬৮০৩ । অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহা পেয়েছেন মাত্র ৩৩.৭ শতাংশ ভোট । দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে আগামী ২৫ জুলাই শপথ নেবেন দ্রৌপদী মুর্মু । রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ক্ষমতাসীন দল ও বিরোধী দলের পাশাপাশি বিদেশি রাষ্ট্রপ্রধানরাও তাঁকে অভিনন্দন ও অভিনন্দন জানিয়েছেন ।
এনডিএর আগে যৌথভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করে বিরোধীদলগুলি । কিন্তু এনডিএ তাদের প্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করতেই বিরোধী জোটে ফাটল সৃষ্টি হতে শুরু করে । ঝাড়খণ্ড মুক্তি মোর্চা,আরজেডি মুর্মুকে সমর্থন করে । রাজ্যের আদিবাসী ভোটব্যাঙ্কের কথা ভেবে সুর নরম করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । যে মমতা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার নাম প্রস্তাব করেছিলেন তাঁকেই বলতে শোনা গিয়েছিল,বিজেপি যদি দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার আগে আলোচনা করত, তবে তিনি সমর্থন করতেন । ফলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির মাস্টার স্ট্রোকে কার্যত ছত্রভঙ্গ হয়ে যায় বিরোধী শিবির । তাই দ্রৌপদী মুর্মুর জয় একপ্রকার নিশ্চিতই ছিল ৷ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রৌপদী মুর্মুকে সমর্থনকারী সকল সাংসদ ও বিধায়কের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।।