এইদিন স্পোর্টস নিউজ,১৫ সেপ্টেম্বর : দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে পর্যুদস্ত করে দিল ভারত । টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে। পাকিস্তানের দেওয়া ১২৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৩ উইকেট হারিয়ে ১৩১ রান করে জয়লাভ করে। ৭ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া । এদিন ম্যাচের শুরুতেই পাক শিবিরে আঘাত হানেন হার্দিক-বুমরাহ জুটি। তবে এরপরেই পাক শিবিরকে সাজঘরের রাস্তা দেখাবার দায়িত্ব কাঁধে তুলে নেন কুলদীপ-অক্ষররা। একটা সময় মনে হচ্ছিল ১০০ রানের গণ্ডি পেরোতে পারবে না পাকিস্তান। তবে খেলার শেষের দিকে শাহিন আফ্রিদির ঝোড়ো ইনিংসে ভর করেই ১২৭ রান করতে সক্ষম হয় পাকিস্তান।
ভারতের হয়ে অভিষেক শর্মা প্রথম বলেই বিস্ফোরক ব্যাটিং নৈপুণ্য দিয়ে ইনিংস শুরু করেন। ফলস্বরূপ, ভারত ভালো ওপেনিং পায়। অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান করেন, যার মধ্যে ২টি ছক্কা এবং ৪টি চার ছিল । তিনি আইয়ুবের বলে আউট হন। শুভমান গিলও ইনিংসটি ভালো শুরু করেন। তবে, ১০ রান করার সময় সাঈম আইয়ুবের বলে স্টাম্পড হন তিনি। এরপর সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা হাত চালিয়ে দলের রান রেট বাড়িয়ে দেন। কিন্তু তিলক ভার্মা যখন ৩১ রান করেন, তখন তিনি সাঈম আইয়ুবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে চলে যান। এরপর সূর্যকুমার অপরাজিত ৪৭ এবং শিবম দুবে অপরাজিত ১০ রান করে ভারতীয় দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। অবশেষে, ভারত ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান করে। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ৩ উইকেট নেন।
ভারতীয় বোলাররা শুরু থেকেই পাকিস্তানি ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণে রাখতে সফল হন। পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে দল খুব বেশি রান করতে পারেনি। ওপেনার সাঈম আইয়ুব শূন্য রানে আউট হন, অন্যদিকে মিডল অর্ডারের বেশিরভাগ ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোরও অতিক্রম করতে পারেননি। সাহেবজাদা ফারহান ৪৪ বলে ৪০ রান করেন, যা দলের সর্বোচ্চ স্কোর। ভারতের হয়ে কুলদীপ যাদব ১৮ রানে ৩টি উইকেট, জসপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেল ২টি করে উইকেট এবং হার্দিক পান্ডিয়া ১টি উইকেট নেন।।