এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,১৭ সেপ্টেম্বর :
অষ্টমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে । শ্রীলঙ্কার দেওয়ার ৫১ রানের টার্গেট মাত্র ৬.১ ওভারেই পূরণ করে দেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও ইশান কিশান । ইশান কিষাণ ১৮ বলে ৩ টি চারের সহায়তায় ২৩ রান নট আউট এবং শুভমান গিল ১৯ বল খেলে ৬ টি চারের সহায়তায় ২৭ রান করে নট আউট ছিলেন ।
ভারত শেষবার ২০১৮ সালে এশিয়া কাপ জিতেছিল । দীর্ঘ ৫ বছর পর এশিয়া কাপ চ্যাম্পিয়ন ট্রফির খরা কাটলো ভারতের । টসে হেরে প্রথমে বোলিং করতে আসা টিম ইন্ডিয়ার মহম্মদ সিরাজ লঙ্কান শিবিরে আতঙ্কের সৃষ্টি করেন । প্রথম ওভারেই ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেন মোহাম্মদ সিরাজ । ভারতের শক্তিশালী বোলিংয়ে শ্রীলঙ্কা মাত্র ৫০ রানে গুটিয়ে যাওয়ায় ভারত ৫১ রানের সহজ লক্ষ্য পায়। ভারতের মোহাম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও বুমরাহ ১টি উইকেট নেন । এরপরও ২ উইকেট নেন সিরাজ। আজকের খেলায় মোট ৬ উইকেট নেন তিনি । সিরাজের পর হার্দিক পান্ডিয়াও লঙ্কান খেলোয়াড়দের ক্রিজে টিকতে দেননি । তিনিও নেন ৩ উইকেট। বুমরাহ পান একটি উইকেট । এভাবে মাত্র তিন বোলারই শ্রীলঙ্কার ইনিংসকে শেষ করে দেয় । ভারতের বোলদারদের দাপটে শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানই ২০-এর কোটা পেরিয়ে যেতে পারেননি । কুশল মেন্ডিস সর্বোচ্চ ১৭ রানের ইনিংস খেলেন আর দুশান হেমন্ত করেন ১৩ রান ।
এটি ভারতের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো দলের সর্বনিম্ন স্কোর। এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডেতে সর্বনিম্ন স্কোর ছিল বাংলাদেশের। ২০১৪ সালে বাংলাদেশ দল ৫৮ রানে অলআউট হয়েছিল। ওয়ানডেতে সর্বনিম্ন স্কোরের রেকর্ড জিম্বাবুয়ের । ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে দল মাত্র ৩৫ রানে অলআউট হয়েছিল ।
প্রসঙ্গত,শ্রীলঙ্কার অনেক ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এমতাবস্থায় গ্রাউন্ডসম্যান ও পিচ কিউরেটরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই সমস্ত মানুষদের ৪২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ একটি পোস্ট পোস্ট করে বলেছেন,এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) মিলে কলম্বো এবং ক্যান্ডির গ্রাউন্ডসম্যানদের জন্য ৫০,০০০ ইউএস ডলার বা ভারতীয় মূদ্রায় ৪২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করায় আমরা গর্বিত।।