এইদিন ওয়েবডেস্ক,হারারে,২০ আগস্ট : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়েকে হারালো ভারত । শনিবার হারারে স্পোর্টস ক্লাবে আয়োজিত এই খেলায় ৫ উইকেটে পরাজিত হয়েছে জিম্বাবুয়ে । ভারত টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করতে পাঠায় । জিম্বাবুয়ে ৩৮.১ ওভার খেলে সমস্ত উইকেট হারিয়ে ভারতের সামনে ১৬২ রানের লক্ষ্য রাখে । ভারতের বোলিং লাইন আপের বিরুদ্ধে টিকতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা । দলের পক্ষে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। মোহাম্মদ সিরাজ, ইশমান কৃষ্ণ, আশরার প্যাটেল, কুলদীপ যাদব এবং দীপক হুদা ১টি করে উইকেট পেয়েছেন। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৪২ রান করেন শন উইলিয়ামস । রায়ান বার্লে ৪৭ বলে ৩৯ রান করে কিছুটা লড়াই করেছিলেন।
অন্যদিকে ভারত ২৫.৪ ওভার খেলে ১৬২ রানের লক্ষ্য টপকে যায় । ভারতের পক্ষে সবচেয়ে বেশি রান করেন সঞ্জু স্যামসন । তাঁর সংগ্রহ ৩৯ বলে ৪৩ রান । ২৫ রান করেন দীপক হুদা। জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি ২ উইকেট নেন লুক জংওয়ে । ১ টি করে উইকেট পান তানাকা চিওয়াঙ্গা, ভিক্টর নিয়াউচি ও সিকান্দার রাজা । এদিনের ম্যাচে ভারতের দলে একটা পরিবর্তন করা হয় । প্রথম ওয়ানডেতে প্লেয়ার অফ দ্য ম্যাচ দীপক চাহার প্লেয়িং-১১ এ জায়গা পাননি। তার জায়গায় দলে নেওয়া হয়েছে শার্দুল ঠাকুরকে । আর সুযোগ পেয়েই বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন শার্দুল ।
এদিনের খেলায় দু’দলের প্রথম একাদশ হল
ভারত : কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিষাণ, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, হিরশান কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ ।
অন্যদিকে জিম্বাবুয়ে : তোকুদওয়ানাশে কাইতেনো, ইনোসেন্ট কায়া, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা, রাজিস চাকাবাওয়া (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আর বার্ল, লুক জংওয়ে, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়াউচি, তানাকা চিওয়াঙ্গা ।।