এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,১৭ সেপ্টেম্বর : রবিবার শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৩ ফাইনাল খেলায় ভারতের বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল শ্রীলঙ্কা । মাত্র ৫০ রাতে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দিয়েছে মোহাম্মদ সিরাজ,হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহরা । জসপ্রিত বুমরাহ ভারতকে প্রথম ব্রেকথ্রু এনে দেন । কুশল পেরেরা মাত্র ২ বল মোকাবেলা করার পর শুন্য রানে আউট হন। এটি ছিল শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভার। তারপরে সিরাজ শ্রীলঙ্কার দ্বিতীয় বড় উইকেটও তুলে নেন । ভারতের সামনে এখন মাত্র ৫১ রানের টার্গেট ।
আজকের ম্যাচে মোহাম্মদ সিরাজকে দেখা যায় বিধ্বংসী মেজাজে । মাত্র ৩ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি । এরপর আরও একটি উউকেট নেন সিরাজ । এক ওভারেই শ্রীলঙ্কাকে ৪টি ধাক্কা দিয়েছেন তিনি । ওই ওভারে পথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনঞ্জয় ডি সিলভা এবং চরিথ আসলাঙ্কাকে তার শিকার হয় । সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিয়েছেন ৩ উইকেট । জসপ্রিত বুমরাহর সংগ্রহ ১ উইকেট । মাত্র ১৫.২ ওভারে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস ।
বর্তমানে ব্যাট করছে ভারত । প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১.৪ ওভারে ১৩ রান । ক্রিজে ব্যাট করছেন ইশান কৃষাণ( ৭ বলে ৯ রান) ও শুভমান গিল (৩ বলে ৪ রান) ।।