এইদিন স্পোর্টস নিউজ,২০ জুলাই : মহিলাদের এশিয়া কাপ টি-২০ ম্যাচে ভারত সাত উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বে টিম ইন্ডিয়া সাত উইকেটে জিতেছে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাকিস্তান দল ১০৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে, স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মার শক্তিশালী ব্যাটিংয়ে মাত্র ১৪.১ ওভারে ভারত সহজ জয় পায় । ভারতের হয়ে সবচেয়ে বেশি তিনটি উইকেট নেন দীপ্তি শর্মা। মহিলা এশিয়া কাপ ২০২৪-এ এটি ছিল ভারতীয় দলের প্রথম ম্যাচ।
পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দলের হয়ে ওপেন করতে আসেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। দুজনেই ভারতকে ভালো সূচনা এনে দেন। মন্ধনা ৩১ বলে নয়টি চারের সাহায্যে ৪৫ ও শেফালি ২৯ বলে ৪০ রান করেন ছয়টি চার ও একটি ছক্কার সহায়তায় । দয়ালান হ্যামলাতা ১৪ রান করে আউট হন। এরপর হরমনপ্রীত কৌর পাঁচ রান ও জেমিমা তিন রান করে অপরাজিত থাকেন।
তার আগে পাকিস্তানের হয়ে আমিন ৩৫ বলে ২৫ রান করেন। ফাতিমা সানা ১৬ বলে এক চার ও দুই ছক্কায় ২২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৯ বলে তিনটি চারের সাহায্যে ২২ রান করেন হাসান। পাকিস্তানের অন্য সব খেলোয়াড়ের পারফরম্যান্স খারাপ ছিল।
শুক্রবারের ম্যাচে শক্তিশালী বোলিং করেছেন ভারতীয় বোলার দীপ্তি শর্মা। চার ওভারে ২০ রানে তিন উইকেট নেন তিনি। দীপ্তি পাকিস্তান অধিনায়ক নিদানকে মাত্র আট রানে বোল্ড করে দেন, হাসান ২২ রানে বোল্ড আউট হন। এছাড়া ভারতের রেণুকা সিং, শ্রেয়াঙ্কা পাটিল ও পূজা ২টি করে উইকেট নিয়েছেন ।।