এইদিন ওয়েবডেস্ক,দুবাই,২৯ আগস্ট : এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত । রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪৮ রান করে পাকিস্তান । ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া । বোলিং ও ব্যাটিং দু’ক্ষেত্রেই ভারতের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ।
পাকিস্তান দলকে হারানোর পেছনে সবচেয়ে বড় হাত ছিল ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার । বল ও ব্যাট দুই হাতেই তিনি দুর্দান্ত পারফর্ম করেন । হার্দিক ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন । তাঁর ইকোনমি রেট ছিল মাত্র ৬.২৫ । এরপর ব্যাট হাতে হার্দিকের সংগ্রহ ১৭ বলে ৩৩ রান । শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন । এই দুর্দান্ত পারফরম্যান্স এর জন্য ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হন হার্দিক পান্ডিয়ার ।
তবে পাকিস্তান দলকে ১৪৭ রানে অলআউট করার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ভুবনেশ্বর কুমারের । এই ম্যাচে সর্বোচ্চ উইকেট নেন তিনি। ভুবনেশ্বর কুমার ৪ ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন । ভুবনেশ্বরের ইকনমি রেট মাত্র ৬.৫০ । পাকিস্থানের বাবর আজম, শাদাব খান, আসিফ আলী এবং নাসিম শাহের উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ।
হার্দিক পান্ডিয়া,ভুবনেশ্বর কুমার ছাড়াও জয়ের অন্যতম কারিগর হলেন রবীন্দ্র জাদেজা । চার নম্বরে ব্যাট করতে নেমে ২৯ বল মোকাবেলা করে ২ চার ও ২ ছক্কার সহায়তায় ৩৫ রান করেন তিনি । হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ঝড়ো ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে পাকিস্তানি বোলাররা । এশিয়া কাপের এ গ্রুপের প্রথম ম্যাচেই জয় আসে টিম ইন্ডিয়ার ।।