এইদিন ওয়েবডেস্ক,ফুজাইরাহ(ইউএই),০১ নভেম্বর : এএফসি অনুর্দ্ধ-২৩ এশিয়ান ফুটবলের বাছাইপর্ব-২০২২ এর খেলায় ‘ই’ গ্রুপের দ্বিতীয় স্থান দখল করল ভারতীয় ফুটবল দল । ভারতের গোলরক্ষক ধীরাজ সিংয়ের দুরন্ত পারফরম্যান্সে পেনাল্টি শুটআউটে কিরগিজস্তান পরাজিত হল 4-2 গোলে । ধীরাজ প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের দুটি শট আটকে দেন । এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান ফুটবল কোয়ালিফায়ারে এযাবৎ এটাই ভারতের সেরা পারফরম্যান্স ।
‘ই’ গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থান বাছাইয়ের খেলাটি ছিল শনিবার রাতে ইউএই’র ফুজাইরাহতে (Fujairah) । এই খেলায় দু’অর্ধে গোলশূন্য ভাবে শেষ হয় । গ্রুপে উভয় দলেরই ৪ পয়েন্ট ছিল । পার্থক্যও ছিল সমান । দু’দলই সব ম্যাচ মিলে ২ টি করে গোল করেছে । শেষে পেনাল্টি শুটআউটে ফয়সালা হয় । এই গ্রুপের শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি(ইউএই) । নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী চারটি করে দল আগামী বছরের মর্যাদাপূর্ণ মহাদেশীয় প্রতিযোগিতার (Continental Competition) জন্য যোগ্যতা অর্জন করবে । তবে ভারত প্রথমবার এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করবে কিনা তা শেষ হওয়ার জন্য গ্রুপের অন্যান্য ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে ।।