এইদিন স্পোর্টস নিউজ,০৪ আগস্ট : প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতীয় হকি দল ভাল পারফর্ম করছে। আজ রবিবারের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে গ্রেট ব্রিটেনকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে গেছে হরমনপ্রীতরা । এনিয়ে টানা দ্বিতীয়বার অলিম্পিকের সেমিফাইনালে উঠেছে ভারত। আজকের খেলার পুরো সময় ১-১ গোলে টাই থাকে । এরপর পেনাল্টি শুটআউট দেওয়া হয়। অভিজ্ঞ গোলরক্ষক পিআর শ্রীজেশ আবারও দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। শুটআউটে ভারত জিতেছে ৪-২ গোলে ।
ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো গোল হয়নি। কিন্তু ১৭ মিনিটে অমিত রোহিতদাসকে লাল কার্ড দেওয়ায় ভারতকে বড় ধাক্কা খেতে হয় । মাঠ ছাড়তে হয়েছে তাকে। ভারতকে বাকি ম্যাচ খেলতে হয়েছে ১০ জন খেলোয়াড় নিয়ে। এই ম্যাচে ভারতের খাতা খোলেন অধিনায়ক হরমনপ্রীত। ২২ মিনিটে গোল করেন তিনি। প্যারিস অলিম্পিকে এটি ছিল হরমনপ্রীতের সপ্তম গোল। তবে কিছুক্ষণ পরই এক গোল করে সমতায় ফেরে ব্রিটেন। ২৭ মিনিটে গোল করেন লি মর্টন। এভাবেই ম্যাচ টাই হয়ে যায় । ১০ জনে খেলে অলিম্পিকে পুরুষদের হকিতে সেমিফাইনালে পৌঁছাল ভারত। বলা যেতে পারে যে ভারত নয়, বরঞ্চ শ্রীজেশের কাছে হারল গ্রেট ব্রিটেন। অবিশ্বাস্য পারফরম্যান্স ভারতীয় কিপারের। তিনিই কার্যত ভারতকে সেমিতে নিয়ে গেলেন। তবে শুধু শ্রীজেশ নন, পুরো টিম অসাধারণ হকি খেলল আজ । প্রথম কোয়ার্টারের শুরুর ৬ মিনিটেই পর পর দুটো পেনাল্টি কর্ণার পেয়ে যায় ব্রিটেন। ভারতীয় ডিফেন্ডার অমিত রোহিদাস বাঁচিয়ে দেন দুটোই। পাল্টা আক্রমণে যায় ভারত। পর পর তিনটে পেনাল্টি কর্ণার পেয়েও যায় । কিন্তু কাজে লাগাতে পারেনি ৷
অমিত রোহিদাসের স্টিক সরাসরি মাথায় লাগে গ্রেট ব্রিটেনের এক প্লেয়ারের। কিন্তু অমিতের ওই ভুল ইচ্ছেকৃত ছিল না। তা সত্ত্বেও তাঁকে লাল কার্ড দেখানো হয়। যা একেবারেই মেনে নিতে পারছেন না। হলুদ কার্ড দিতে পারতেন আম্পায়ার। তাতে ১০ মিনিট মাঠের বাইরে থাকতে হত অমিতকে। কিন্তু তাও মেনে নেওয়া যেত। ১৭ মিনিটে ১০ জন হয়ে যাওয়া ভারত চাপে পড়ে যায়। অমিতের বদলে ১০ মিলেই প্রতিরোধ গড়ে তোলে ভারত । ১০ জনের ভারতকে তৃতীয় কোয়ার্টারে চেপে ধরেছিল ব্রিটিশরা ৷ বল পজেশন নিজেদের কাছে রাখা,ঘন ঘন ভারতের ডিফেন্সে হামলা, সোজা স্ট্র্যাটেজি দিয়েই কার্যত ম্যাচ পকেটে রাখতে চেয়েছিল তারা । সেই সময় শ্রীজেশ বনাম গ্রেট ব্রিটেনের খেলা হল। তিনটে নিশ্চিত গোল বাঁচালেন ভারতীয় কিপার ।শুটআউটে তিনিই এনে দেন দেশকে জয় ।
ভারতীয় পুরুষ হকি দল টোকিও অলিম্পিকে ইতিহাসের পুনরাবৃত্তি করেছে । ২০২১ সালে, ভারত টোকিওতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ব্রিটিশ দলকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছিল। ভারত তখন ব্রিটেনকে ৩-১ গোলে হারায় কিন্তু সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হেরে যায়। তবে ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানিকে হারিয়ে ৪১ বছরের খরা ভেঙে দেয় ভারতীয় দল। ভারত এখন প্যারিসে তার পদকের রঙ বদলানোর চেষ্টা করবে।।