এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ মে : কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ ২৬ মাস বন্ধ ছিল বাংলাদেশ ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল । অবশেষে রবিবার থেকে ফের ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে । ঢাকা-নিউ জলপাইগুড়ি রেলপথে মিতালী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হবে আগামী ১ জুন । জানা গেছে, মিতালী এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা যেতে এসি বার্থের ভাড়া ৪ হাজার ৯০৫ টাকা । এসি সিটের ভাড়া ৩ হাজার ৮০৫ টাকা । আর এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৭০৫ টাকা।
এদিন ট্রেনটি বিকেল ৪ টা নাগাদ কলকাতা স্টেশনে পৌঁছোয় মৈত্রী এক্সপ্রেস । সোয়া ৮ টার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ট্রেনটি ছাড়ে । ৪৫৬ টি আসন বিশিষ্ট ট্রেনটিতে যাত্রী ছিল ১৬৫ জন । তার মধ্যে ১৬ জন ভারতীয়,একজন ইন্দোনেশিয়ার এবং বাকি বাংলাদেশী । সোমবার এই ট্রেনটি ফের কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে । অন্যদিকে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি এদিন বিকেল ৩ টার সময় খুলনা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করে ।
প্রসঙ্গত,২০০৮ সাল থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয় । বৃহস্পতিবার বাদে সপ্তাহের সব দিনই এই ট্রেন চলাচল করত । আগের মতই নির্দিষ্ট নিয়মে চলাচল করবে ট্রেনটি । অন্যদিকে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস চালু হয় ২০১৭ সালে । পূর্বের নিয়ম অনুযায়ী কেবলমাত্র বৃহস্পতিবার ও রবিবার এই দু’দিন চলবে এই ট্রেনটি ।।