এইদিন স্পোর্টস নিউজ,২৯ সেপ্টেম্বর : পাকিস্তানকে ফাইনালে হারিয়ে এশিয়া কাপ-২০২৫ চ্যাম্পিয়ন হল ভারত । পাকিস্তানের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য ১৯.৪ ওভারেই টপকে যায় । আজকের ম্যাচের নায়ক হলেন তিলক ভার্মা । আজ তিনি ৫৩ বলে ৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেছেন । তার ইনিংসে ছিল ৩ টি চার ও ৪টি ছক্কা । অভিষেক শর্মা (৫), শুভমান গিল(১২),সূর্যকুমার যাদব(১), সঞ্জু স্যামসন(২৪) এবং শিবম দুবে(৩৩) আউট হয়ে যাওয়ার পর যখন টিম ইন্ডিয়া চাপে পড়ে গিয়েছিল, তখন ঠান্ডা মাথায় দলের জয় এনে দেন এন তিলক ভার্মা । পাকিস্তানের ফাহিম আশরাফ ২৯ রান খরচ করে তিনটি উইকেট তুলে নিয়েছেন । একটি করে উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি ও আবরার আহমেদ ।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া ভারত ৫ বল বাকি থাকতে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করতে সক্ষম হয়। ভারতের হয়ে কুলদীপ যাদব ৪টি উইকেট নেন, যার মধ্যে একটি ওভারে তিনটি উইকেট ছিল। অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং বুমরাহ দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে ১৫০ রানের নিচে আটকে রাখেন, তারা ২টি করে উইকেট নেন। এর আগে, পাকিস্তানের ওপেনার সাহেবজাদা ফারহান (৫৭) এবং ফখর জামান (৪৬) দলকে ১৪০ রানের গণ্ডি অতিক্রম করতে সাহায্য করেছিলেন। সাহেব আইয়ুব (১৪) ছাড়া অন্য কোনও খেলোয়াড় বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তাদের শেষ ৯ উইকেট পড়ল মাত্র ৩৩ রানে। ভারতীয় বোলারদের গতিতে তারা পরাস্ত হয়ে দ্রুত প্যাভিলিয়নে পৌঁছে যান।
ব্যাটিং করতে নেমে ওপেনার অভিষেক শর্মা (৫) ও শুভমান গিল(১২)কে হারিয়ে চাপে পড়ে যায় ভারত । আরও চাপ বাড়ে সূর্যকুমার যাদব(১) আউট হওয়ার পর । কিন্তু তিলক ভার্মা ঠান্ডা মাথায় দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান । তাকে সঙ্গ দেন সঞ্জু স্যামসন, এবং শিবম দুবে ও রিঙ্কু সিং(৪) । এদিন চোটের কারণে প্রথম একাদশে ছিলেন না ভারতের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ফাইনালে হার্দিকের বদলে দলে এসেছেন রিঙ্কু সিং। আরও দু’টি বদল হয়েছে ভারতের দলে। অর্শদীপ সিং এবং হর্ষিত রানার বদলে প্রত্যাশামতোই দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ এবং শিবম দুবে।।