এইদিন ওয়েবডেস্ক,২৮ মে : রাশিয়া থেকে রেকর্ড পরিমান খনিজ তেল কিনেছে ভারত ও চীন । যার ফলে রাশিয়া থেকে তেল ক্রয়ে প্রথমবারের মতো ইউরোপকে ছাড়িয়ে গেল এশিয়া ৷ চলতি মাসে ইউরোপের সঙ্গে এশিয়ার ব্যবধান আরও বাড়বে বলে মনে করা হচ্ছে । এশিয়ায় মধ্যে রাশিয়ান খনিজ তেলের দুই বৃহত্তম ক্রেতা চীন ও ভারত । বিগত মাসে এই দুই দেশে আমদানিকৃত তেলের পরিমাণে রেকর্ড বৃদ্ধি দেখা গেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের অন্যতম বিশ্লেষক জেন জি ।
কেপলারের রিপোর্ট অনুযায়ী, ২৬ মে পর্যন্ত রুশ তেলবাহী ট্যাঙ্কারগুলোতে ৫ কোটি ৭০ লাখ ব্যারেল উরাল অয়েল ও ৭৩ লাখ ব্যারেল রাশিয়ান ফার ইস্ট অয়েল (ইএসপিও) বহন করতে দেখা গিয়েছিল । মূলত উরাল ও ইএসপিও- এ দুই ধরণের অপরিশোধিত তেল রপ্তানি করে রাশিয়া । ফেব্রুয়ারি মাসে তেলবাহী ট্যাংকারগুলোতে বোঝাই হওয়া উরাল ও ইএসপিওর পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ৯০ লাখ ব্যারেল ও ৫৭ লাখ ব্যারেল । আর গন্তব্য ছিল ভারত ও চীন।
প্রসঙ্গত,রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলো থেকে খনিজ তেল নিয়ে চীনে পৌঁছতে প্রতিটি ট্যাংকারের প্রায় দুই মাস সময় লাগে । ফের রাশিয়া ফিরে যেতে দীর্ঘ সময় লাগে । তা সত্ত্বেও চীন ও ভারতে রুশ তেলের আমদানি বহু গুন বেড়েছে । এই দুই দেশকে রাশিয়া অনেক বেশি সস্তায় তেল বিক্রি করছে বলেই চীন ও ভারত তেল আমদানি বাড়িয়ে দিয়েছে বলে দাবি করা হয়েছে কেপলারের রিপোর্টে ।।