এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১১ ডিসেম্বর : দুই ওয়ানডেতে বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জ্বলে উঠেছিল ভারত ৷ শনিবার বাংলাদেশের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার হয়ে ১৩১ বলে ২১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ইশান কিশান । বিরাট কোহলি ৯১ বলে ১১৩ রান করেন। শিখর ধাওয়ান আউট হওয়ার পর এই দুই খেলোয়াড় মিলে দ্বিতীয় উইকেটে ২৯০ রান সংগ্রহ করেন । ভারতের দেওয়া ৪১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল । ২২৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত । ওই ম্যাচে শুধু ২২৭ রানের বিশাল ব্যবধানে জয়ই নয়, বরঞ্চ একই ম্যাচে ৭টি বিশ্ব রেকর্ডও গড়েছে ভারতীয় দল । সেই রেকর্ডগুলি হল :-
প্রথমত,ইশান কিশান তাঁর প্রথম ওডিআই সেঞ্চুরিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেবকে ছাড়িয়ে গেছেন । পাশাপাশি তিনি আরও রেকর্ড তৈরি করেছেন ।
দ্বিতীয়ত, বিদেশের মাটিতে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করা ব্যাটসম্যানের গৌরব অর্জন করেছেন ইশান । এর আগে ২০১১ সালের মিরপুরে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বীরেন্দ্র শেবাগ ১৭৫ রান করেছিলেন। এটি ছিল বিদেশে কোনো ভারতীয় খেলোয়াড়ের সর্বোচ্চ স্কোর।
তৃতীয়ত,ইশান কিশান মাত্র ১২৮ বলে তার ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন, যা ওডিআই ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি। এর আগে ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ২০০ রান করেছিলেন ক্রিস গেইল।
চতুর্থত,বৈশ্বিক ক্রিকেটে বিদেশি পিচে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় খেলোয়াড় ইশান কিষান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং পাকিস্তানের খেলোয়াড় ফখর জামান এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
পঞ্চমত,শচীন, শেবাগ এবং রোহিত শর্মার পরে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার জন্য ঈশান কিষান হলেন চতুর্থ খেলোয়াড় এবং ডাবল সেঞ্চুরি করা ১২ তম ভারতীয় খেলোয়াড়।
ষষ্ঠতম,সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরি করা ঈশান কিষান সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি করার গৌরবও অর্জন করেন। ঈশান কিশান ২৫ বছর বয়সে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার ।
সপ্তম রেকর্ডটি হল,ইশান কিশান-বিরাট কোহলির ২৯০ রানের জুটি ভারতের পক্ষে তৃতীয় সর্বোচ্চ জুটি। এর আগে শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড় ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে ৩৩১ রানের জুটি গড়েছিলেন। এযাবৎ এটিই ছিল ভারতের বৃহত্তম পার্টনারশিপ ।।