এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ ফেব্রুয়ারী : প্রত্যাশা মতই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবের ভোটাভুটিতে অনুপস্থিত রইল ভারত । আলবেনিয়ার সঙ্গে যৌথভাবে এই প্রস্তাবটি আনে মার্কিন যুক্তরাষ্ট্র । প্রস্তাবের পক্ষে পড়ে ১১ টি ভোট । সেখানে চীন ও ইউএইর সঙ্গে ভারতও নিরপেক্ষ অবস্থান নেয় । যদিও রাশিয়া তার ভেটো ক্ষমতা ব্যবহার করে প্রস্তাবটি বাতিল করে দেয় ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন বৈঠকে ভারতের স্থায়ী সদস্য টিএস তিরুমূর্তি বলেছেন, ‘ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারত খুব বিরক্ত । অবিলম্বে হিংসা এবং শত্রুতা বন্ধে সমস্ত প্রচেষ্টা গ্রহণের জন্য আমরা আহ্বান জানাই । মানুষের জীবনের মূল্য দিয়ে কখনও কোনও কোনো সমাধান হতে পারে না ।’ তিনি বলেন,’জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন,রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার উপর নির্মিত হয়েছে সমসাময়িক বৈশ্বিক শৃঙ্খলা (Contemporary global order) । সকল সদস্য রাষ্ট্রকে একটি গঠনমূলক পথ খুঁজে বের করার জন্য এই নীতিগুলিকে সম্মান করতে হবে । উদ্ভুত পরিস্থিতি থেকে বেড়িয়ে আসার একমাত্র উপায় হল পারস্পরিক আলাপ আলোচনা ।’সেই সঙ্গে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ইউক্রেনে বিপুল সংখ্যক ভারতীয় ছাত্রছাত্রীসহ ভারতীয় সম্প্রদায়ের কল্যাণ ও নিরাপত্তা নিয়েও আমরা গভীরভাবে উদ্বিগ্ন ।’
মস্কোর সঙ্গে নয়াদিল্লির পুরনো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে । ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে সরাসরি যুক্ত রাশিয়া । রয়েছে দু’দেশের পুরনো সাংস্কৃতিক সম্পর্কও । সেই পরিপ্রেক্ষিতে ইউক্রেন ইস্যুতে ইউএনএসসিতে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভারতের কি ভূমিকা হয় সেদিকে নজর ছিল সকলের । শেষ পর্যন্ত প্রত্যাশা মতই রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে নিজেকে সরিয়ে রাখে ভারত । তবে এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোন কথোপকথনের সময়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবিলম্বে হিংসা বন্ধ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের
জন্য আবেদন জানিয়েছিলেন ।।