এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১১ ফেব্রুয়ারী : ভোটারদের বাড়িতে ডেকে বিরিয়ানি খাইয়ে ও টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ উঠল নির্দল প্রার্থীর বিরুদ্ধে ৷ শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী বিজন সরকারের বিরুদ্ধে এহেন অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব । তাঁরা নির্বাচন কমিশনের কাছে এনিয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন । অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের পালটা অভিযোগ তুলেছেন বীজনবাবু । অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ।
তৃণমূলের নির্বাচন কমিশনের কাছে অভিযোগে জানিয়েছে, নির্দল প্রার্থী বিজন সরকার এলাকাবাসীদের মধ্যে বিরিয়ানির প্যাকেট বিলির পাশাপাশি তাঁদের হাতে নগদ টাকা তুলে দিয়েছেন । তারপরেই দলীয় তরফ থেকে বিষয়টি এনজেপি পুলিশকে জানানো হয় । তবে পুলিশ নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে তাঁর দেখা পায়নি । বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছে তৃণমূল । অন্যদিকে,ভোটের মুখেই নেতার বিরুদ্ধে এই প্রকার গুরুতর অভিযোগ তোলায় তৃণমূলের প্রতি বেজায় চটেছেন বীজনবাবুর কর্মী ও সমর্থকরা । তাঁদের পালটা দাবি,বীজনবাবুর কাছে হেরে যাওয়ার ভয়েই মিথ্যা অভিযোগ তুলে ভোটারদের ভূল বোঝানোর চেষ্টা করছে শাসকদল ।।