এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৬ ফেব্রুয়ারী : দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির অফিসে টানা ৩ দিন ধরে চলছে আয়কর দফতরের অভিযান । গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযান আজ বৃহস্পতিবারেও অব্যাহত ছিল । অভিযানের বিষয়ে বিবিসির তরফ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে তারা এই তদন্তে সহযোগিতা করছে এবং আশা করা হচ্ছে দ্রুত এই পরিস্থিতির সমাধান হবে । পাশাপাশি কোম্পানি তার কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে বলেছে ।
প্রসঙ্গত,২০০২ সালের গুজরাট দাঙ্গার প্রেক্ষাপটে একটি অপপ্রচারমূলক তথ্যচিত্র সম্প্রতি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি । ওই তথ্যচিত্রে গুজরাট দাঙ্গার দায় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ । এমনকি ভারত সম্পর্কে অপপ্রচার চালানো বিবিসিকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করারও দাবি ওঠে । যদিও নরেন্দ্র মোদী বিরোধী রাজনৈতিক দলগুলি বিবিসির ওই তথ্যচিত্রটিকে হাতিয়ার করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে । বিবিসির অফিসে আয়কর হানার সমালোচনা করে কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাতে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “নার্ভাস একনায়ক” বলে আখ্যা দিয়েছেন । অন্যদিকে বিজেপি নেতা খেমচাঁন্দ শর্মা বলেছেন,’বিবিসির অফিসে শুধু সমীক্ষা হচ্ছে,এটা কোনো অভিযান নয় । জবাবদিহির জন্য আয়কর দপ্তর বিবিসিকে বারবার চিঠি পাঠিয়েছিল । কিন্তু তার কোনো উত্তর দেওয়া হয়নি । তাই বাধ্য হয়ে অফিসে গিয়ে সমীক্ষা চালাতে বাধ্য হয়েছে আয়কর দপ্তর ।’।