এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৮ জুলাই : পাকিস্তানি মহিলা সীমা হায়দার,তাঁর প্রেমিক শচীন মীনা এবং শচীনের বাবা নেত্রপাল সিংকে নিজেদের হেফাজতে নিয়েছে উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী বাহিনী (এটিএস) । পাবজি (PUBG) গেম খেলার সময় উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বাসিন্দা শচীন মীনা নামে এক হিন্দু যুবকের সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সীমার । তারপর তিনি ৪ সন্তানকে নিয়ে পাকিস্থান থেকে দুবাই হয়ে নেপালের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন । এই খবর পেতেই সীমা, শচীন ও নেত্রপাল সিংকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের পুলিশ । তাঁদের সকলকে কারাগারে পাঠানো হয় । পরে তাঁরা জামিনে মুক্ত হন । সোমবার রাতে ফের ৩ জনকে নিজেদের হেফাজতে নেয় ইউপি এটিএস । রাত পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ চলে ।
পাকিস্তানের প্রতিরক্ষা সংস্থাগুলিকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার অভিযোগে লক্ষ্ণৌতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সন্দেহভাজন এক এজেন্টকে৷ গ্রেফতার করার একদিন পরেই ওই ৩ জনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর । তবে ইউপি এটিএসের এক আধিকারিক বলেছেন,জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত একটি স্পর্শকাতর বিষয়ে তদন্ত চলছে । তদন্তের পরে তাদের গ্রেপ্তার করা হতে পারে বা নাও হতে পারে ।’
উল্লেখ্য,সীমা হায়দারের এক কাকা পাকিস্তান সেনাবাহিনীতে একজন সুবেদার । এছাড়াও তার এক ভাই পাকিস্তানি সেনার এক জওয়ান । সেই কারনে একটি সংগঠন হুমকি দিয়েছিল যে সীমা হায়দার ও তাঁর সন্তানদের যদি ৭২ ঘন্টার মধ্যে দেশ থেকে বহিষ্কার না করা হয় তবে গ্রেটার নয়ডায় তারা বিক্ষোভ করবে । যদিও শচীনের প্রতিবেশী ও পরিবার পরিজন সীমাকে পাকিস্তানে ফেরানোর বিরোধিতা করেছেন । সীমা হায়দার যে ভাড়া বাড়িতে থাকতেন তার মালিক বলেছেন যে সীমা এখন মুসলমানও নয়,তিনি এখন হিন্দু । তাই শুধু সীমার সন্তানদের পাকিস্তানে পাঠানো হোক ।।

