এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২৩ অক্টোবর : ঘুমের মধ্যেই ইঁটের দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলাসহ ৫ জন । শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর জাহাননগর অঞ্চলের মাগনপুর গ্রামে । আহতের উদ্ধার করে প্রথমে চাঁদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । পরে প্রত্যেককেই নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
জানা গেছে,মাগনপুর গ্রামের বাসিন্দা পেশায় টোটো চালক কৃষ্ণ দে’র পরিবারে ঘটনাটি । কৃষ্ণবাবু শারিরীক প্রতিবন্ধী । জন্ম থেকেই তিনি কথা বলতে পারেন না । তাঁর ছেলে রাজেশ দে বলে, ‘রাতে খাওয়া দাওয়ার পর সে তার বাবা-মাসহ ৫ জন মিলে একটি ঘরে ঘুমচ্ছিল । ঘরের এক প্রান্তে একটা তক্তায় ঘুমচ্ছিল ৩ জন । বাকি দু’জন ছিল ঘরের অপর প্রান্তের মেঝেতে । ভোর রাতের দিকে তক্তার দিকে ইঁটের দেওয়ালটি গুড়মুড়িয়ে ভেঙে পড়ে । তারা সকলেই দেওয়াল চাপা পড়ে যায় । তারপর স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।’
খবর পেয়ে এদিন হাসপাতালে আহতদের দেখতে যান পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় । তিনি আহতদের সঙ্গে কথা বলেন । বিধায়ক বলেন, ‘দেওয়াল চাপা পড়ে ৫ জন আহত হয়েছেন । তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন । হাসপাতালে গিয়ে আহতদের সকলের সঙ্গে কথা বললাম । চিকিৎসকরা জানিয়েছেন ওই অন্তঃসত্ত্বা মহিলার অবস্থা গুরুতর । কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে । সব ব্যাবস্থা আমি করে দেবো ।’
এদিন ঘটনাস্থলে পরিদর্শনে যান পূর্বস্থলী-১ বিডিও দেবব্রত জানা । তিনি বলেন, ‘দেওয়ালটি ইঁট ও মাটি দিয়ে নির্মান করা হয়েছিল । লাগাতার বৃষ্টিপাতের কারনে কিছুটা হেলেও গিয়েছিল বলে শুনেছি । এদিন মর্মান্তিক এই ঘটনাটি ঘটে যায় । তবে ঈশ্বরের কৃপায় সকলেই প্রাণে বেঁচে গেছেন । পরিবারটি যাতে বাংলা আবাস যোজনার অনুদান পায় তার জন্য ব্যাবস্থা করা হবে ।’।