এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৩ আগস্ট : পশ্চিমবঙ্গে যৌন নির্যাতনের ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে ! রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে একের পর এল যৌন নির্যাতনের ঘটনা । কলকাতার আর জি কর হাসপাতালের তরুনী চিকিৎসককে গনধর্ষণের পর খুনের ঘটনার এখনো সুরাহা হয়নি । সেই ঘটনার জেরের মাঝেই প্রেমিকের সঙ্গে বেড়াতে বেরিয়ে পূর্ব বর্ধমানের এক প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । এবারে মুর্শিদাবাদের সাগরপাড়ার দেবীপুর পঞ্চায়েতের বালিবোনা এলাকায় প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে একাদশ শ্রেণীর ছাত্রীকে পাটের জঙ্গলে তুলে নিয়ে গিয়ে তিনজন মিলে গনধর্ষণ করেছে বলে অভিযোগ ।
ঘটনার বিবরণে জানা গেছে,শনিবার প্রেমিকের বাইকে চড়ে ঘুরতে গিয়েছিল ওই একাদশ শ্রেণীর ছাত্রী । তারা বালিবোনা এলাকায় রাস্তার দুধারে পাটের খেতের মাঝে বাইক দাঁড় করিয়ে গল্প করছিল । সেই সময় স্থানীয় তিন যুবক সেখানে যায় । তারা কিশোরীর প্রেমিককে মারধরের পর একটা গাছের সঙ্গে বেঁধে রাখে । তারপর কিশোরীকে পাটের জঙ্গলের ভিতরে তুলে নিয়ে গিয়ে তিনজন মিলে উপর্যুপরি পাশবিক নির্যাতন চালায় । রাতের দিকে কিশোরীর প্রেমিক কোনো রকমে নিজেকে মুক্ত করে তার প্রেমিকাকে বাইকে চাপিয়ে বাড়ির সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যায় । ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ ।।