এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,১৮ আগস্ট : গত ১৬ আগস্ট শনিবার,বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে তৃণমূল কংগ্রেসের ‘খেলা হবে’ দিবসের অনুষ্ঠান মঞ্চে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ডান দিকের চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছিল জেলাশাসক আয়েশা রানীকে । এবং বাম দিকে বসেছিলেন পুলিশ সুপার সায়ক দাস । একারণে জেলার দুই শীর্ষ প্রশাসনিক কর্তার বিরুদ্ধে শাসকদলের সঙ্গে ‘অশুভ যোগসূত্র’ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি আয়েশা রানী এবং সায়ক দাসের মতো ‘রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট’ কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রেখে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী ।
বিরোধী দলনেতা টুইট করেছেন, ‘আমি মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং প্রশাসনের মধ্যে অশুভ যোগসূত্র নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। ১৬ আগস্ট, ২০২৫ তারিখে পূর্ব বর্ধমানে ‘খেলা হবে’ দিবসের অনুষ্ঠান থেকে পাওয়া চমকপ্রদ প্রমাণে দেখা যাচ্ছে যে জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতি আয়েশা রানী (আইএএস) এবং এসপি শ্রী সায়ক দাস (আইপিএস) টিএমসি নেতাদের সাথে দলীয় লোগো দিয়ে সজ্জিত টিএমসি মঞ্চে উপস্থিত ছিলেন। ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মীদের এই নির্মম অসদাচরণ শাসন এবং এতে রাজনীতির মধ্যে রেখা ঝাপসা করে দেয়। এই ব্যক্তিরা একই সাথে নির্বাচন পরিচালনার ক্ষমতা রাখেন, তাই তাদের রাজনৈতিক ভঙ্গি আসন্ন বিধানসভা নির্বাচনের সুষ্ঠুতাকে হুমকির মুখে ফেলে।’
তিনি আরও লিখেছেন,’আমি ভারতের নির্বাচন কমিশনকে (ECI) অনুরোধ করেছি যে তারা নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করে: ১. শ্রীমতি আয়েশা রানী এবং শ্রী সায়ক দাসের মতো রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখুন। ২. তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। ৩. রাজনৈতিকভাবে আপোষহীন কর্মকর্তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার জন্য একটি ব্যবস্থা তৈরি করুন। অতিরিক্তভাবে, আমি উল্লেখ করেছি যে শ্রীমতি আয়েশা রানী, শ্রী শরদ দ্বিবেদী, শ্রী সুমিত গুপ্ত, শ্রীমতি মুক্তা আর্য এবং শ্রী বিজয় ভারতী সহ সচিব পদমর্যাদার সিনিয়র আইএএস কর্মকর্তারা (জেলা নির্বাচন কর্মকর্তা (DEO) হিসাবে যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না, পরিষেবা বিধি মেনে চলছেন না। আমি নির্বাচন কমিশনকে এই অসঙ্গতি দূর করার জন্য অনুরোধ করছি।’
প্রসঙ্গত, বর্ধমানের কার্জনগেট চত্বরে শনিবার বিকালে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে খেলা হবে দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বর্ধমান শহরের ২৫০ টি ক্লাবকে ৪ টি করে ফুটবল দেওয়া হয়। ওই মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েষা রানী এ এবং জেলার পুলিশ সুপার সায়ক দাস। এমন এক অনুষ্ঠানের মঞ্চে “খেলা হবে দিবস“ লেখা থাকা ফ্লেক্সের বাম দিকে তৃণমূল কংগ্রেস দলের ’ঘাস ফুল’ প্রতীক থাকা নিয়ে বিতর্ক তৈরি হয় ।তৃণমূলের মঞ্চে প্রশাসনের আধিকারিকদের উপস্থতি দেখে তাদের ‘তৃণমূলের ক্যাডার’ বলে কটাক্ষ করে বিজেপি নেতারা ।।