এইদিন ওয়েবডেস্ক,পিরোজপুর(বাংলাদেশ),২৫ মার্চ : বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় বৈদিক বিদ্যালয়ের উদ্বোধন হল শুক্রবার(২৪ মার্চ ২০২৩) বিকালে । হিন্দু সম্প্রদায়ের শিশুদের মধ্যে শৈশব থেকেই বেদ,উপনিষদ,ভগবত গীতা সম্পর্কে জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি তথা সাংবাদিক শ্যামল মিত্রের নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে । উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক ভার্চুয়ালি অংশগ্রহণ করেন । উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের মঠবাড়িয়া উপজেলার নেতৃত্বরা । কালিরহাট সার্বজনীন শ্রীশ্রী কালী ও দুর্গা মন্দিরে এই বৈদিক বিদ্যালয়টির গৃহ নির্মানের জন্য বিদ্যালয় ও মন্দির কমিটির হাতে মহাজোটের পক্ষ থেকে উদ্বোধনীর দিন ৫০,০০০ টাকা তুলে দেওয়া হয় । মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্রে সনাতনী বিচারধারাকে টিকিয়ে রাখার জন্য এটি জাতীয় হিন্দু মহাজোটের একটি সাহসি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ।।