এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১০ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হল উত্তরপ্রদেশে প্রথম দফার ৫৮টি আসনের ভোটগ্রহণ । রাজ্যের ১১ টি জেলা জুড়ে রয়েছে ওই বিধানসভা কেন্দ্রগুলি । উল্লেখযোগ্য আসনগুলির মধ্যে অন্যতম শামলি,মিরাট,হাপুর, মুজাফফরনগর, বাগপত, গাজিয়াবাদ, বুলন্দশহর, আলিগড়, আগ্রা, গৌতম বুদ্ধ নগর এবং মথুরা । আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ ।
৪০৩ সদস্যের উত্তরপ্রদেশ বিধানসভায় ১০,১৪,২০, ২৩,২৭ ফেব্রুয়ারী ও মার্চ মাসের ৩ এবং ৭ তারিখ মিলে মোট ৭ দফায় হবে ভোটগ্রহন । এদিন প্রথম দফার নির্বাচনে ৫৮টি বিধানসভা আসনে ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শেষ হয় প্রচার পর্ব ।
এদিন মোট ২৫,৮৪৯টি পোলিং স্টেশন এবং ১০,৭৬৬ পোলিং সেন্টারে ভোটগ্রহণ চলছে । ঘন কুয়াশার কারণে কয়েকটি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা কম থাকলেও সকাল থেকেই কয়েকটি বুথে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে । মিরাট সহ পশ্চিম ইউপির ১৯ টি আসনের সমস্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে । ভোট গণনা হবে আগামী ১০ মার্চ ।।