এইদিন ওয়েবডেস্ক,মুজাফফরনগর,১৪ জানুয়ারী :
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দলীয় টিকিট নিয়েও তোলপাড় শুরু হয়েছে । মুজাফফরনগরের চরতাওয়াল (Charthawal) আসন থেকে টিকিট না পেয়ে বহুজন সমাজ পার্টির (বিএসপি) ক্ষুব্ধ নেতা আরশাদ রানাকে শহর কোতোয়ালিতে আইসির সামনে কার্যত কেঁদে ভাসাতে দেখা গেল । রানার অভিযোগ,দলের পশ্চিম ইউপি ইনচার্জ শামসুদ্দিন রাইন তাঁকে বিধানসভায় টিকিট দেওয়ার নামে তাঁর কাছ থেকে ৬৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন । এনিয়ে তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন । এর বিচার না পেলে আত্মহননেরও হুঁশিয়ারি দিয়েছেন রানা ।বৃহস্পতিবার ফেসবুকে এই বিষয়ে একটি পোস্ট করে আরশাদ রানা লিখেছেন, ‘বহুজন সমাজ পার্টির পশ্চিম ইনচার্জ শামসুদ্দিন রেইন যদি আমার নির্বাচনের নামে নেওয়া টাকা ফেরত না দেন, তাহলে আমি বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মাননীয়া বহেনজীর বাসভবনের সামনে আত্মহনন করব ।’
উল্লেখ্য, চারথাওয়াল বিধানসভা কেন্দ্রের দাধেদু গ্রামের বাসিন্দা আরশাদ রানা দীর্ঘদিন ধরে বিএসপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত । তাঁর স্ত্রীও জেলা পঞ্চায়েত সদস্য পদে বিএসপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । দলের টিকিট পাওয়ার আশায় দীর্ঘদিন ধরেই চরতাওয়াল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন রানা । কিন্তু একদিন আগে বিএসপি সুপ্রিমো মায়াবতী টুইট করে জানিয়ে দেন চারথাওয়াল বিধানসভা আসন থেকে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাইদুজ্জামানের ছেলে সালমান সাইদকে প্রার্থী করা হয়েছে । আর তার পরেই ফেসবুকে ক্ষোভ উগরে দেন আহত রানা । তারপর সমর্থকদের সঙ্গে নিয়ে সটান নগর কোতয়ালীতে পৌঁছে যান । অভিযোগ দায়ের করেন দলীয় নেতার বিরুদ্ধে । অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন
সিটি কোতোয়ালির ইনচার্জ পরিদর্শক আনন্দ দেব মিশ্র ।।