এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৯ অক্টোবর : বাংলাদেশের ইসলামি মৌলবাদী দলগুলির নেতৃত্বাধীন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়… এটি এখন সর্বজনীন উৎসব। অসুর শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের পূজাই এই উৎসবের মূল বৈশিষ্ট্য ।’ দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বার্তায় আজ বুধবার তিনি একথা বলেছেন তিনি । এদিকে তার দেশের অসুররূপী জিহাদিরা সমানে দুর্গাপ্রতিমা ভাঙচুর করে যাচ্ছে৷ বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ জানিয়েছে, আজ বুধবার (৯ অক্টোবর ২০২৪) মহাষষ্ঠীর দিন বাংলাদেশের রংপুর জেলার পুটিমারী উপজেলার বেতগাড়া ইউনিয়নের গঙ্গাচড়া গ্রামে দুর্গাপ্রতিমা ভাংচুর করতে এসেছিল ২ জন জিহাদি । তার মধ্যে আবদুল্লা নামে একজন জিহাদিকে হাতেনাতে ধরে ফেলে হিন্দুরা । জিহাদিকে একটা খুঁটিতে বেঁধে রেখে দেওয়া হয় । পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । প্রায় ভোর সাড়ে ৪ টে নাহাদ এই ঘটনা ঘটেছে । এছাড়া মহাপঞ্চমীর দিনে রাজবাড়ি জেলার বাস মালিক সমিতির পুজো মন্ডপের প্রতিমা ভেঙ্গে ফেলা হয়েছে । জিহাদিরা দেবী দুর্গাসহ সমস্ত প্রতিমার মুখ বিকৃত করে দিয়ে পালায় । যদিও আজ রাত পর্যন্ত পুলিশ একজন অপরাধীকে গ্রেফতার করেনি ।
এদিকে মহম্মদ ইউনূস বলেছেন,দেশের সংবিধান সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকারের নিশ্চয়তা প্রদান করে। এই দেশ সকলের। এই দেশ জাতিধর্ম নির্বিশেষে সকলের নিরাপদ আবাসস্থল।
তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা-শ্রমিকের অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত তত্ত্বাবধায়ক সরকার সকলের কল্যাণ বৃদ্ধি এবং জাতিধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।’ এর আগে কট্টরপন্থী ইসলামি দল বিএনপির এক নেতা হিন্দুদের উপর ঘটে চলা নারকীয় অত্যাচারের কথা অস্বীকার করেছিল ।
যদিও প্রধান উপদেষ্টার উপ-প্রস-সচিব অপূর্ব জাহাঙ্গীর মঙ্গলবার সন্ধ্যায় জানান, সারাদেশের সকল পূজামণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার টহলের পাশাপাশি আইপি ক্যামেরার মাধ্যমেও নজরদারি করা হবে। সরকার ইতোমধ্যে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার থেকে শুরু করে চার দিনব্যাপী ছুটিতে দুর্গাপূজা উদযাপিত হবে। চলতি মাসে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় এই অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান যে সকলের সুষ্ঠু ও আনন্দমুখে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতেই এই অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে ।।