এইদিন স্পোর্টস নিউজ,১২ অক্টোবর : তৃতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশের বোলারদের বেদম পিটিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা । হায়দরাবাদে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করেছে ভারত। সঞ্জু স্যামসন ও সূর্যকুমার দুর্দান্ত ব্যাটিং করেছেন। স্যামসন, যিনি বিস্ফোরক ব্যাটিং করেছিলেন,মাত্র ৪০ বলে ১০০ রান করেছেন এবং দ্রুততম সেঞ্চুরি করেন। ৮টি ছক্কা ও ১১টি বাউন্ডারির সাহায্যে ১১১ রান করেন স্যামসন। সূর্যকুমারও ২৩ বলে ৫০ রান পূর্ণ করেন। ৩৫ বলে ৫ ছক্কা ও ৮ বাউন্ডারির সাহায্যে ৭৫ রান করেন তিনি।
পরে আসা হার্দিক পান্ডিয়াও বিস্ফোরক ব্যাটিং করেন এবং ১৮ বলে ৪ ছক্কা ও ৪ চারের সাহায্যে ৪৭ রান করেন। রায়ান পরাগ ১৩ বলে ৩৪ রান করে আউট হন। ভারত নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রানের বিশাল রান করে । এটি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের সর্বোচ্চ স্কোর।
শেষ খবর অনুযায়ী, বাংলাদেশকে জিততে হলে ১০০ বলে ২৬১ রান প্রয়োজন । বর্তমানে ১২ বলে ১৫ রান করে ক্রিজে রয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত । তাকে সঙ্গ দিচ্ছে ৪ বলে ৬ রান করা লিটন দাস ।।