এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ জানুয়ারী : আর সোমবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে তৃণমূলের ‘সংহতি মিছিলে’ উঠল ‘রামভক্ত হনুমান হুশিয়ার’ স্লোগান । যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব । ভাতারে বিজেপি নেতা মহেন্দ্রনাথ কোঁয়ার তৃণমূলের ওই শ্লোগানের প্রতিবাদ করে বলেন,’রামভক্ত গোটা বিশ্ব । প্রধানমন্ত্রীর হাত দিয়ে রামমন্দির উদ্বোধন হল একটা ঐতিহাসিক মুহুর্ত । এই ঐতিহাসিক মুহুর্তে গোটা ভাতারবাসী উদযাপন করেছে । তাহলে গোটা ভাতারবাসীকে কি ওরা হনুমান বলছে ? ওরা ভগবান রামকে নিয়েও হাসিঠাট্টা শুরু করেছে । যারা ধর্ম নিয়ে হাসিঠাট্টা করে তাদের আমরা মানুষ বলেই ভাবি না । ওদের শরীরে মানুষের চামড়া নেই । আজ আমরা রাজনীতি করিনি । আজকের ঐতিহাসিক মুহুর্তে গোটা বিশ্বের পাশাপাশি আমরাও স্বাক্ষী থেকেছি মাত্র ।’
প্রসঙ্গত,আজ ২২ জানুয়ারী, সোমবার, ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন । কারন আজকে বহু প্রতীক্ষিত অযোধ্যায় নতুন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার । লক্ষ লক্ষ মানুষ আজকে অযোধ্যায় হাজির হয়েছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য । রাম মন্দির ট্রাস্ট এর পক্ষ থেকে দেশের রাজনৈতিক নেতা,অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল । আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জিকেও । কিন্তু তিনি আজ উদ্বোধনী অনুষ্ঠান না থেকে রাজ্যজুড়ে ‘সংহতি মিছিল’-এর ডাক দিয়ে এক প্রকার মন্দির নির্মাণের বিরোধিতা করেছেন বলে অভিযোগ উঠছে ।
মুখ্যমন্ত্রীর ডাকে আজ সোমবার বিকেলে ভাতার বাজারে সংহতি মিছিল বের করেছিল তৃণমূল । ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে ভাতার বাজারে তৃণমূলের ব্লক কার্যালয় থেকে একটু বড়সড় মিছিল শুরু হয় । ভাতার বাজার অতিক্রম করে ভাতার রেলস্টেশন হয়ে জেলায় ফিরে যায় মিছিলটি । মিছিলে রাম ভক্ত হনুমান হুশিয়ার এবং ‘লড়াই লড়াই লড়াই চাই /লড়াই করে বাঁচতে চাই ‘ প্রভৃতি শ্লোগান উঠে । বিভাগ ছাড়াও মিছিলে পা মেলাতে দেখা যায় তৃণমূল নেতা তথা ব্যবসায়ী অশোক হাজরা সহ আরো বেশ কিছু কয়েকজন নেতাকে । তৃণমূলের আজকের এই মিছিলের জন্যে ভাতার বাজারে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে তীব্র যানজটা সৃষ্টি হয় । বেশ কিছুক্ষণের জন্য নাকাল হতে হয় বাসযাত্রীসহ সাধারণ মানুষকে ।।