প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ জুলাই : স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের তলায় পড়ে ছিল সুতলি দড়ি জড়ানো বস্তু । আর সেটিকে ঘিরেই রবিবার বিকালে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী স্টেশনে । ঘটনার খবর পেয়েই পূর্বস্থলী থানার পুলিশের পাশাপাশি জিআরপি ও আরপিএফ ঘটনাস্থলে পৌছায় । খবর দেওয়া হয়েছে রেলের বোম স্কোয়াডে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,এদিন বিকেলে পূর্বস্থলী স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের ওপর একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। সেই ট্রেনটির বগির তলায় বোমার মতো বস্তুটি স্থানীয় এক বাসিন্দা প্রথম দেখতে পান । এরপর স্থানীয় বাসিন্দারাই বিষয়টি পূর্বস্থলী স্টেশন মাস্টারকে জানান ।স্টেশন মাস্টার ততক্ষনাৎ পূর্বস্থলী থানার ঘটনার কথা জানান । খবর পেয়েই পূর্বস্থলী থানার পুলিশ দ্রুত স্টেশনে পৌছায়।এরপরেই সরিয়ে নিয়ে যাওয়া হয় রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন,রেল লাইনের উপরে পড়ে থাকা সুতলি দড়ি জড়ানো বস্তুটি আদৌ ’বোম’ কিনা তা নিশ্চিৎ হওয়ার জন্যে রেলের বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে । এই ঘটনার পর আরপিএফ ৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সাধারণ মানুষের যাতাযাত আপাতত বন্ধ করে রেখেছে ।।