এইদিন ওয়েবডেস্ক,রানাঘাট(নদীয়া),২৩ ডিসেম্বর : আগামি কয়েক সপ্তাহের মধ্যে ১৮ থেকে ২০ হাজার ভূয়ো চাকরি যাওয়া উচিত বলে মনে করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুক্রবার বিকেলে তিনি নদীয়ার রানাঘাটে একটি জনসভা করেন । সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন,’এই চোরেদের আসল পরীক্ষার দরজা খুলে গেছে । ৯৫২ জনের চাকরি তো গতকালই চলে গেছে । এসএসসির ওয়েবসাইটে তা উঠে গেছে । এটা তো সবে শুরু হল । আমি বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি, যাদের ওএমআর মার্কসিট পরিবর্তন করে সাদা খাতা দিয়ে চাকরি দিয়েছেন, সেই সমস্ত গ্রুপ সি,গ্রুপ ডি,নাইন-টেন-ইলেভেন- টুয়েলভ, প্রাইমারি,আপার প্রাইমারি মিলে ১৮ থেকে ২০ হাজার ভূয়ো চাকরি আগামি কয়েক সপ্তাহের মধ্যে যাওয়া উচিত । আর তারপর ২৫ হাজার চাকরি হারাদের নিয়ে টাকা ফেরতের দাবিতে কলকাতায় পিসি-ভাইপোর বাড়ির উদ্দেশ্যে মিছিল করবো ।’
শুভেন্দু অধিকারীর অভিযোগ,’প্রথম লিস্ট বের হওয়ার পরে শুধু রোল নম্বর দিয়েছিল । যাতে কেউ চিনতে না পারে এই চোরগুলোকে । আজকে একটু আগে মহামান্য কলকাতা আদালত বলেছে ২৯ তারিখের মধ্যে নাম,সঙ্গে বাবা অথবা স্বামীর নাম,ঠিকানা,স্কুলের নাম দিয়ে প্রকাশ করতে হবে । তাহলেই বুঝতে পারবেন গ্রামে গ্রামে এই চোরগুলো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কিভাবে বঞ্চিত করে চাকরি চুরি করেছে ।’
তিনি আরও বলেন,’মানিক ভট্টাচার্যের মামলায় ইডি বলছে ৫৮ হাজার চাকরি জালিয়াতি করেছে শাসকদল । সিট বলছে ১৩ লক্ষের মধ্যে ৯ হাজারের বেশি ওএমআর পরিবর্তন হয়েছে । বলছে এসএসসির ২১,৫০২ জনের চাকরি যাওয়া উচিত । আর প্রাইমারি ৫৩ জন যারা কলকাতা আদালতে গিয়েছিল আজ তাদের সবার চাকরি চলে গেছে । তাতে এই জেলার মাতব্বরেরাও আছে ।’
শুধু শিক্ষক নিয়োগ দূর্নীতিই নয়,জবকার্ড নিয়ে দূর্নীতি নিয়েও এদিন মুখ খোলেন শুভেন্দু । তিনি বলেন,’১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ লাখের বেশি ভূয়ো জবকার্ড বেরিয়েছে ৷ ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যাটা ১০ লাখের বেশি হবে । এতদিন ওই জবকার্ডে যত টাকা ঢুকতে তার সব রাজ্য সরকারের কাছে ফেরত চাওয়া হবে ।’ পাশাপাশি নদীয়ার নাম পরিবর্তনের চেষ্টা হলে বিজেপি তা মেনে নেবে না বলে শুনিয়ে দেন বিধানসভার বিরোধী দলনেতা । এপ্রসঙ্গে তিনি বলেছেন,’নদীয়ার নাম বদল হলে বিজেপি ছাড়বে না । আমরা শ্রীচৈতন্যদেবের সেন্টিমেন্টের সঙ্গে কম্প্রোমাইজ করবো না ।’।