এইদিন ওয়েবডেস্ক,তুফানগঞ্জ(কোচবিহার),১৩ জানুয়ারী : রেশন দুর্নীতি তদন্তের মাঝেই র্যাশনের চাল ও আটা পাচারের চেষ্টার ঘটনা ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জে ৷ যদিও স্থানীয় বিজেপি কর্মীদের তৎপরতায় বাংলাদেশে পাচারের আগেই বমাল ধরা পড়ে যায় ৩ পাচারকারী । খবর পেয়ে পুলিশ ওই তিন পাচারকারীকে আটক করে । পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করে দুটি টোটো ভর্তি রেশনের চাল ও আটার বস্তা । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।
স্থানীয় সূত্রে খবর,শুক্রবার সকালে ওই দুটি টোটোয় বেশ কয়েকটা বস্তাভর্তি চাল ও আটা চাপিয়ে জাতীয় সড়ক ধরে তুফানগঞ্জ-৭ নম্বর ওয়ার্ডের রামহরি মোড় দিয়ে যাচ্ছিল । কিন্তু বস্তাগুলিতে বিশ্ববাংলার লোগো দেখে সন্দেহ হয় স্থানীয় বিজেপি কর্মীদের । তারা টোটো দুটি আটক করে তুফানগঞ্জ থানায় খবর দেয় । এরপর পুলিশ এসে রেশনের মালপত্র সহ তিনজনকে আটক করে । কোথা থেকে তারা র্যাশনের চাল ও আটা নিয়ে এসেছে এবং বাংলাদেশের কোথায় পাচারের মতলব করেছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
বিজেপির তুফানগঞ্জ-৫ নম্বর মণ্ডলের ফেসবুক পেজে এই বিষয়ে লেখা হয়েছে,’আজ তুফানগঞ্জ বিজেপি যুবমোর্চার পক্ষ থেকে রামহরি মোড় এলাকার স্টেশন রোডে দুটি টোটো আটক করা হয়। টোটো থেকে প্রচুর পরিমাণে রেশনের চাল ও আটা পাওয়া যায়। টোটো চালক এবং যে মাল নিয়ে যাচ্ছে তাদের জিজ্ঞাসা করার পর তারা বলে ছাটারামপুর এবং তুফানগঞ্জ বাজারের চালের দোকান থেকে এই চাল ও আটা সে কেনে। তুফানগঞ্জ থানায় খবর দেওয়া পর পুলিশ এসে টোটো ভর্তি মাল, চালক এবং যার মাল তাকে তুলে নিয়ে যায় । বিজেপি যুবমোর্চা সাধারন মানুষের স্বার্থে সব সময় লড়ছে।’