এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,২৮ মার্চ : রাশিয়ার আক্রমণে বিগত এক মাসে ইউক্রেনের ১ হাজার ১১৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে । আহত হয়েছে এক হাজার ৭৯০ জন মানুষ । আহতদের মধ্যে ১৫ জন তরুণী এবং ৩২ জন তরুণ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ । জাতিসংঘের মতে, রাশিয়া কামানের ভারি গোলা,রকেট, ক্ষেপণাস্ত্রসহ এমন কিছু বিস্ফোরক অস্ত্রের প্রয়োগ করছে যে,যার ফলে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা । গত ১৭ মার্চ জাতিসংঘ জানিয়েছিল, ৫২ শিশুসহ ৭০০ এর বেশি সাধারণ নাগরিক রুশ হামলায় নিহত হয়েছে । সেই সঙ্গে ৩৩ লাখের বেশি মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন । একা পোল্যান্ডেই আশ্রয় নিয়েছেন ১৫ লাখের বেশি শরণার্থী । এছাড়া দেশের অভ্যন্তরেই ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ । বিবিসির মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে সবচেয়ে বড় শরণার্থী সংকটের সৃষ্টি হয়েছে ।
তবে শুধু ইউক্রেনের সেনা বা নাগরিকেরই মৃত্যু হচ্ছে না,পরন্ত বহু রুশ সেনাও প্রাণ হারাচ্ছেন ইউক্রেনের পালটা আক্রমণে । ন্যাটোর পরিসংখ্যান অনুযায়ী বিগত এক মাসে কমপক্ষে ৭ হাজার থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন । দ্রুত যুদ্ধ বন্ধ না হলে হতাহতের সংখ্যা আরও বহুগুন বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।।