দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০২ এপ্রিল : দেনার দায়ে যুবকের আত্মঘাতী হওয়ার ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দুই পাওনাদারকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । ধৃতদের নাম গোপীকৃষ্ণ কুন্ডু ও প্রদ্যুত কুন্ডু । ধৃতদের বাড়ি কেতুগ্রাম থানার শাঁখাই গ্রামের কায়স্থপাড়ায় । অন্যদিকে নিহত যুবকের নাম প্রসেনজিৎ মল্লিক (২৮) । তিনি রাজমিস্ত্রির কাজ করতেন । বুধবার রাতে শোবার ঘরের সিলিং ফ্যান থেকে গামছার ফাঁস দেওয়া অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । মৃতের পরিবারের অভিযোগ গোপীকৃষ্ণ কুন্ডু ও প্রদ্যুত কুন্ডুর কাছ থেকে চক্রবৃদ্ধি সুদে টাকা ধার করেছিলেন প্রসেনজিৎ । কিন্তু তিনি সেই টাকা শোধ দিতে না পারায় সুদে আসলে মোট প্রায় ৫ লক্ষ টাকা হয়ে গিয়েছিল । টাকা পরিশোধের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল পাওনাদারেরা । কিন্তু টাকা শোধের কোনও আধার না থাকায় শেষে আত্মহননের রাস্তা বেছে নেয় প্রসেনজিৎ ।
জানা গেছে,আত্মহত্যার আগে গোপীকৃষ্ণ কুন্ডু প্রদ্যুত কুন্ডুকে দায়ি করে একটি সুইসাইড নোট লিখে গিয়েছিলেন প্রসেনজিৎ মল্লিক । এছাড়া তিনি আত্মহত্যার দৃশ্য নিজের স্মার্টফোনে ভিডিও রেকর্ডিংও করে গেছেন । ওই সুইসাইড নোট ও স্মার্টফোনটি পুলিশের হাতে তুলে দেয় নিহতের মা ও ভাগনে । আর তার ভিত্তিতে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একটি স্বতপ্রণোদিত মামলা দায়ের করে কেতুগ্রাম থানার পুলিশ । শুক্রবার রাতে তাঁদের গ্রাম থেকে গ্রেফতার করা হয় । ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও হুমকি দেখানো প্রভৃতি ধারায় মামলা রজু করে শনিবার কাটোয়া মহকুমা আদালতে তোলে পুলিশ । পুলিশের আবেদনক্রমে ধৃতদের ৫ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।।