এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ জানুয়ারী : তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি রবিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ৭৬ হাজার ১২০ জনকে বার্ধক্যভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন । কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক মুখেই বার্ধক্যভাতা বিতরণ নিয়ে প্রশ্ন উঠছে । শুভেন্দু অধিকারী নিজের ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি আয়কর বিভাগের প্রধান মহাপরিচালককে (গোয়েন্দা ও অপরাধ তদন্ত) একটি চিঠি লিখেছি, তার দৃষ্টি আকর্ষণ করেছি এবং তাকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছি।’
বার্ধক্যভাতা বিতরণের জন্য অভিষেক ব্যানার্জিকে ভারতীয় দণ্ডবিধির ১৭১ বি ধারায় (ঘুষ দেওয়া) অভিযুক্ত করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ সোমবার আয়কর দপ্তরের প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেলকে লেখা একটি চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন,বার্ধক্য ভাতার নামে ভোটারদের নির্বাচনী অধিকার প্রয়োগ করতে প্ররোচিত করা হয়েছে । ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ একটি নির্বাচনী বছরে ডায়মন্ড হারবার নির্বাচনী এলাকার ৭৬,১২০ জন ভোটারকে ঘুষ দিয়ে প্ররোচিত করার চেষ্টার সাথে জড়িত ।
তিনি ইডি কর্তৃপক্ষের কাছে শুভেন্দু অধিকারী আবেদন জানিয়েছেন,সাংসদ ১৬,৩৮০ জনকে হঠাৎ করে অনির্দিষ্ট সময়ের জন্য টাকা দান করতে সম্মত হয়েছেন ৷ প্রতি মাসে ৭.৬ কোটি টাকা ৭৬,১২০ জন সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তরিত এই বিপুল পরিমাণ অর্থের উৎস রেশন, কয়লা বা নিয়োগ কেলেঙ্কারির সাথে যুক্ত হতে পারে এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে পুনঃ ব্যবহার করা হওয়ার সম্ভাবনাও রয়েছে।’।