এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,২৮ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-১ ব্লকের কোশিগ্রাম অঞ্চলের চুরপুনি গ্রামের পোলট্রি ফার্মগুলিতে একের পর এক মুর্গীর মৃত্যুর ঘটনায় বার্ড ফ্লুর আতঙ্ক ছড়াল । বিগত ৪-৫ দিনের মধ্যে তিন চারটি পোলট্রি ফার্ম মিলে ২৫০০-এর অধিক মুরগির মারা গিয়েছে বলে দাবি ফার্ম মালিকদের । এভাবে ঝাঁকে ঝাঁকে মুরগি মারা যাওয়ার ফলে ফার্ম মালিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন । মুরগির মড়কের কারন খতিয়ে দেখার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা ।
চুরপুনি গ্রামের পোলট্রি ফার্ম মালিক সুমেস দে, চিন্ময় চন্দরা বলেন, ‘দিন কয়েক আগে একটা দুটো করে মুরগি মারা যাচ্ছিল । তখন বিষয়টি বিশেষ গুরুত্ব দিইনি । কারন মুরগি পালনে দু’একটা মুরগির মৃত্যু স্বাভাবিক বিষয় । কিন্তু পরে দেখি ঝাঁকে ঝাঁকে মুরগি মারা যাচ্ছে । ব্রয়লার ও লেয়ার এই দুই ধরনের ফার্মেই মুরগির মড়ক লাগার ঘটনা ঘটছে । তবে মুরগি মারা যাওয়ার কারন আমাদের জানা নেই ।’ চিন্ময়বাবু জানিয়েছে,তাঁর ফার্মে আড়াই হাজার মুরগি ছিল । মড়কের জেরে ফার্ম প্রায় ফাঁকা হয়ে গেছে ৷ সুমেসবাবুর দাবি,তাঁর ফার্মের প্রায় এক হাজার মুরগি মারা গেছে । এদিকে ফার্মগুলিতে ব্যাপক হারে মুরগির মৃত্যুর ঘটনায় ফার্ম মালিকরা যেমন ক্ষতির মুখে পড়েছেন পাশাপাশি বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
কাটোয়া-১ ব্লক প্রাণিসম্পদ বিকাশ আধিকারিক মনসুর আলি শেখ বলেন,’এখনও পর্যন্ত মুরগির মৃত্যুর খবর আমাদের কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব ।’।