প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ জুলাই : বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে গৃহস্থের বাড়ি থেকে সোনার গয়না ও টাকা চুরির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করলো পুলিশ । ধৃতদের নাম শেখ আজিজ ওরফে লাদেন ও শেখ হানিফ । শহর বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাড়ি লাদেনের । হানিফের বাড়ি বর্ধমান শহরেরই রাজাবাগান ট্রাফিক কলোনিতে । বর্ধমান থানার পুলিশ বৃহস্পতিবার সকালে বর্ধমানের কালনা গেট মাছের বাজার থেকে তাদের গ্রেপ্তার করে। চুরি যাওয়া সামগ্রী যদিও ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়নি । পুলিশ এদিনই দুই ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে । সিজেএম ধৃতদের ২১ জুলাই পর্যন্ত বিচার বিভাগীর হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে,শহর বর্ধমানের রবীন্দ্রপল্লির বাসিন্দা জনৈক শ্যামাপ্রসাদ বটব্যালের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে গত ৪ জুলাই ৷ ওই দিন তিনি সপরিবারে দীঘায় বেড়াতে গিয়েছিলেন । তাঁদের ঘর তালাবন্ধই ছিল । গত মঙ্গলবার রাতে বাড়ি ফিরে তিনি দেখেন, তাঁদের ঘরের দরজা ও আলমারির লকারের তালা ভেঙে চোরেরা ১৫ ভরির মতো সোনার গয়না, নগদ ৭০ হাজার টাকা, ল্যাপটপ, জামাকাপড়, কাঁসার বাসনপত্র চুরি করে নিয়ে পালিয়েছে । এমনটা দেখেই তিনি ঘটনার বিষয়ে পুলিশকে জানান । বর্ধমান থানার পুলিশ শ্যামাপ্রসাদ বাবুর বাড়িতে তদন্তে যায় । চুরির বিষয়ে থানাতেও লিখিত অভিযোগ জানান শ্যামাপ্রসাদবাবু । সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে এদিন পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে ।।