এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,০৪ ডিসেম্বর ঃ মোবাইল নেটওয়ার্ক পরিষেবা সরবরাহকারী একটি নামি সংস্থার বিজনেস পার্টনার করা ও বাড়ির ছাদে ওই সংস্থার টাওয়ার বসানোর টোপ দিয়ে কাটোয়া শহরের বাসিন্দা হরিপদ কয়াল নামে অবসরপ্রাপ্ত এক ব্যঙ্ককর্মীর কাছে ২৮ লক্ষাধিক টাকার প্রতারনা করা হয়েছিল বলে অভিযোগ । ওই ঘটনায় প্রকাশ যাদব ওরফে মহেন্দ্র হিওরালে ওরফে মহেশ সিং ওরফে শঙ্কর হিওরালে নামে এক অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিল কাটোয়া থানার পুলিশ । একাধিক নামধারী ওই ব্যক্তির বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া থানা এলাকার দক্ষিণ নওদাপাড়া গ্রামে বলে জানা গেছে ।
জানা গেছে, হরিপদ কয়াল নামে প্রতারিত ওই ব্যক্তি গতবছর এপ্রিল মাসে কাটোয়া থানার একটি অভিযোগ দায়ের করেছিলেন । তাঁর অভিযোগ,প্রথমে একটা অচেনা নম্বর থেকে তাঁর মোবাইলের একটি ফোন আসে । ফোনের অন্য প্রান্তের ব্যক্তি নিজেকে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা সরবরাহকারী একটি নামি সংস্থার আধিকারিক হিসাবে পরিচয় দেয় । তারপর ওই ব্যক্তি জানতে চায় তিনি বাড়ির ছাদে মোবাইলের টাওয়ার বসাতে আগ্রহী কিনা । কিছু রোজগারের আশায় তিনি রাজি হয়ে যান বলে জানিয়েছেন হরিপদবাবু ।
হরিপদবাবু পুলিশের কাছে জানিয়েছেন,তিনি সম্মতি দিলে ওই ব্যক্তি প্রথমে কিছু শর্ত রাখে । শর্ত অনুযায়ী প্রথমে তাঁকে ১৭৭০০ টাকা দিয়ে একটা ইন্সসিওর করানো হয় । তারপর গতবছর ফ্রেবুয়ারি মাস থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত নানান অছিলায় তাঁর কাছ থেকে কয়েক ধাপে ২৮ লক্ষ ৪০ হাজার টাকা আদায় করে । শেষে সন্দেহ হলে তিনি পুলিশের দ্বারস্থ হন ৷
জানা গেছে,গতবছর ৪ এপ্রিল প্রতারিত ব্যক্তি কাটোয়া থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্তে নামে পুলিশ । এরপর মোবাইল ফোনের সুত্র ধরে পুলিশ অভিজিত দে ও প্রদীপ রায় নামে দুই ব্যক্তির নাম জানতে পারে । তাদের সন্ধান চালাতে গিয়ে পুলিশ জানতে তারা অন্য মামলায় হুগলির সংশোধনাগারে বন্দি রয়েছে তারা । তাদের হদিশ পাওয়ার পর চলতি বছর আগস্ট মাসে কাটোয়া থানার পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয় । এরপর তাদের জেরা করে বর্ধমান জেলে বন্দি ওই ব্যক্তির নাম জানতে পারে পুলিশ ।
জানা গেছে, মেমারি ও ভাতার থানার দুটি পৃথক মামলায় অভিযুক্ত ওই ব্যক্তির ঠাঁই হয়েছিল বর্ধমান জেলা সংশোধনাগারে । পুলিশ তার হদিশ পেতেই কাটোয়ার প্রাক্তন ব্যাঙ্ক কর্মীকে প্রতারনা মামলার তদন্তের স্বার্থে কাটোয়া থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় । বিচারক তাকে ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন । এই চক্রে আর কারা যুক্ত আছে ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।।