এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৬ জুন : আফগানিস্তানের বাদাখশান প্রদেশে বিস্ফোরণে তালিবান নেতাসহ ৬ জনের মৃত্যু হয়েছে । এই বিস্ফোরণে চার তালিবান জঙ্গি ছাড়াও আহত হয়েছে বেশ কিছু সাধারণ মানুষ । মৃত তালিবান নেতার নাম মৌলভি নিসার আহমদ । তিনি বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর ছিলেন । মৃত বাকি ৫ জন তার দেহরক্ষী ছিলেন । মঙ্গলবার সকাল সোয়া ৮ টায় বাদাখশান প্রদেশের রাজধানী ফৈজাবাদ শহরের বাদাখশান আদালতের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে । তবে ঠিক কতজন সাধারণ মানুষ হতাহত হয়েছে তা এখনও জানা যায়নি । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বেসামরিক লোকদের দুটি গাড়ি সহ তিনটি গাড়ি আগুনে পুড়ে গেছে ।
অন্যদিকে, অন্য একটি তালিবান সূত্র মৌলভি নিসার আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে যে বিস্ফোরণে ডেপুটি গভর্নরসহ দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন । যদিও বাদাখশান প্রদেশের স্বাস্থ্য দপ্তর সূত্র জানিয়েছে যে এদিনের বিস্ফোরণে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছে ।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তালিবানও এ বিষয়ে কিছু জানায়নি। উল্লেখ্য,বাদাখশানে তালিবান কর্মকর্তাদের নিশানা করে এটি দ্বিতীয় হামলা । চলতি বছরের শুরুতে বিস্ফোরণে নিহত হয়েছিল এই প্রদেশের তালিবানের একজন পুলিশ কমান্ডার । পরে আইএসআইএস হামলার দায় স্বীকার করে ।।