এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,১৫ মে : তামিলনাড়ুতে বিষাক্ত মদপান করে বৃদ্ধাসহ ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে । তার মধ্যে তামিলনাড়ুর মারাক্কানমে ৬ জন এবং মধুরান্থকামে ৪ জন মারা গেছে । এদিকে এই ঘটনার পর রবিবার ভিলুপুরম এবং চেঙ্গাল্টু জেলায় সাত পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে । মিডিয়া রিপোর্টে জানা গেছে, ভিলুপুরম জেলায় মৎস্যজীবিদের গ্রাম বলে পরিচিত এককিয়ারকুপ্পাম এর প্রায় ৮০ জন মানুষ কয়েকদিন ধরে এই এলাকায় বিক্রি হওয়া খাটবাট্টি(চোলাই মদ) খাচ্ছিলেন । তাদের মধ্যে অনেকেই শনিবার অসুস্থ হয়ে পড়েন এবং অন্তত ২০ জন গ্রামবাসীকে কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । শনিবার রাতে পন্ডিচেরি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এবং জিপমারে ২ জন মারা যায় । একজন মারা যায় রবিবার ভোরে । রবিবার সন্ধ্যায় মুন্ডিয়ামপাক্কামের সরকারি ভিলুপুরম মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয় । টিন্ডিভানম সরকারি হাসপাতালে মারা যান আরও একজন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে পুদুচেরি থেকে এই এলাকায় দীর্ঘদিন ধরেই চোলাই মদ পাচার করা হচ্ছিল । মারাক্কানাম পুলিশ একটি মামলা দায়ের করে মারাক্কানামের ভি আমরান (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে ।
তার চার সহযোগী মুথু (৩১), অরুমুগাম (৪২), মান্নানকাট্টি (৫০) এবং রবি (৫০) এর সন্ধান চালাচ্ছে পুলিশ ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মিথানলযুক্ত মদ পান করার জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে । পুলিশ জানিয়েছে,মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্টের পাওয়ার পরেই মৃত্যুর কারন জানা যাবে ৷
এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে জানিয়েছেন মৃতদএর পরিবারকে এককালীন ১০ লক্ষ এবং হাসপাতালে চিকিৎসাধীনদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে । তিনি রাজ্যে অবৈধ মদের বিক্রয় নির্মূল করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন ।।