এইদিন ওয়েবডেস্ক,সুকমা(ছত্রিশগড়),০৮ নভেম্বর : ছত্তিশগড়ের সুকমা এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের(সিআরপিএফ) এক জওয়ানের গুলিতে মৃত্যু হল ৩ সহকর্মীর । জখম আরও প্রায় ৪ সিআরপিএফ জওয়ান । সোমবার ভোর ৩.২৫ নাগাদ সুকমা জেলার মারাইগুড়া থানার অন্তর্গত লিঙ্গালাপল্লির একটি সিআরপিএফ ক্যাম্পে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে । আহতদের ভদ্রাচলমের হাসপাতালে চিকিৎসা চলছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ।
এই ঘটনায় শোক প্রকাশ করে সিআরপিএফ এক বিবৃতিতে জানিয়েছে,’মারাইগুড়া থানার অন্তর্গত লিঙ্গালাপল্লির একটি ক্যাম্পে রিতেশ রঞ্জন নামে এক জওয়ান কর্তব্যরত জওয়ানদের উপর গুলি চালিয়েছে । এর ফলে সাতজন কর্মী আহত হন
তাঁদের দ্রুত চিকিৎসার জন্য ভদ্রাচলম এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তার মধ্যে ৩ কনস্টেবল ধনজি, কনস্টেবল রাজীব মণ্ডল ও কনস্টেবল রাজমণি কুমার যাদবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে ।’ জানা গেছে,আহতদের নাম জওয়ান ধনঞ্জয় কেআর সিং, কনস্টেবল ধর্মেন্দ্র কেআর, কনস্টেবল ধর্মাত্ম কুমার এবং কনস্টেবল মলয় রঞ্জন মহারানা । তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সুত্রে খবর ।।