এইদিন ওয়েবডেস্ক,হুগলি,১৪ জানুয়ারী : পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানে শুধু পিঠে-পুলি খাওয়ারই দিন নয় । এই উৎসবের অন্যতম অঙ্গ হল ঘুড়ির প্রতিযোগিতা । যা বর্তমানে ঘুড়ি উৎসবে পরিনত হয়েছে । পৌষ মাসের শেষ দিনটিতে ফাঁকা মাঠে অথবা বাড়ির ছাদে ছাদে লাঠাই হাতে ঘুড়ির লড়াইয়ে মেতে ওঠে আট থেকে আশি বয়সের মানুষ । পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এদিন সকাল থেকেই আকাশ ঘুড়িতে ছেয়ে যায় । কোথাও কোথাও প্রতিযোগিতার আয়োজনও করা হয় । এবার এই উৎসবে অনুপ্রবেশ ঘটল রাজনীতির । জন সংযোগের পাশাপাশি ঘুড়িকে প্রচারের মাধ্যম করে তুললো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।
বৃহস্পতিবার সকালে হুগলি জেলার শ্রীরামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে দেখা গেল তৃণমূলের পক্ষ থেকে রীতিমত ক্যাম্প করে কচিকাঁচাদের হাতে একটি করে ঘুড়ি তুলে দেওয়া হচ্ছে । সাদা রঙের ঘুড়িগুলির কোনওটিতে লেখা “বাংলার গর্ব মমতা”। কোনওটিতে “দুয়ারে সরকার” । আবার কোনও কোনও ঘুড়িতে “কন্যাশ্রী”, “রূপশ্রী” “গীতাঞ্জলি”, ” গতিধারা”র মত একাধিক সরকারি প্রকল্পগুলি লেখা রয়েছে । শ্রীরামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা শ্রীরামপুর শহরে তৃণমূলের কার্যকারী সভাপতি সন্তোষ সিং-এর সৌজন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে ।
দেখুন ভিডিও :
সন্তোষ সিং জানিয়েছে, রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি সম্পর্কে মানুষকে অবগত করার জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন । বিগত দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কি কাজ করেছেন তা ঘুড়ির মাধ্যমে তুলে ধরা হয়েছে । তাঁর কথায়, ‘ঘুড়ি আকাশে অনেক উপরে ওড়ে । সেটা কেটে যাওয়ার পরও অনেক দূরে মানুষের কাছে পৌঁছয় । তাই ঘুড়ির মাধ্যমে রাজ্যের উন্নয়নমূলক কাজের কথা দূরদূরান্তের অনেক মানুষের মধ্যে সহজেই পৌঁছে দেওয়া যায় । তাই এই উদ্যোগ নিয়েছি ।’।