এইদিন ওয়েবডেস্ক,ভরতপুর(রাজস্থান),২২ সেপ্টেম্বর : পাঞ্জাবে গার্লস হোস্টেলে ছাত্রীদের অপ্রীতিকর ভিডিও রেকর্ডের ঘটনার পর এবার রাজস্থানে মহিলা খেলোয়াড়দের শারীরিক হয়রানির অভিযোগ উঠল । অভিযুক্ত ব্যক্তি হলেন রাজস্থানের ভরতপুরের মল্লখাম্ব ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত রমেশ ইন্দোলিয়া । তিনি ভারতের মালখাম্ব ফেডারেশনের সভাপতি । আর তাঁর বিরুদ্ধে শারীরিক হয়রানির অভিযোগ তুলেছেন ৭ জন তরুনী এবং এক তরুন ।
জানা গেছে,গত মে-জুন মাসে ইন্দোলিয়ার বিরুদ্ধে অভিযোগ শুরু হয়েছিল । পরে মল্লখাম্বের সাত মহিলা খেলোয়াড় এবং একজন তরুণ খেলোয়াড় ইন্দোলিয়ার বিরুদ্ধে শারীরিক হয়রানির অভিযোগ করেন । এরপর ১৮ সেপ্টেম্বর দিল্লিতে মল্লখাম্ব ফেডারেশনের সভায় বিষয়টি উত্থাপিত হলে ইন্দোলিয়া তার পদ থেকে পদত্যাগ করেন ।
যদিও ইন্দোলিয়ার দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে । আর সেই ষড়যন্ত্র হলেন ভারতীয় জনতা পার্টির একজন নেতা । তবে তিনি ওই নেতার নাম প্রকাশ করেননি । এদিকে এই লজ্জাজনক ও চাঞ্চল্যকর ঘটনা সামনে আসার পর তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে মল্লখাম্ব ফেডারেশন ।।