এইদিন ওয়েবডেস্ক,খাইবার পাখতুনখোয়া,২৩ আগস্ট : মুসলিম রাষ্ট্র পাকিস্থান সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচারের ঘটনা ফের একবার প্রকাশ্যে এল । অভিযোগ, পেশায় শিক্ষিকা এক শিখ তরুনীকে রাস্তা থেকে অপহরণ করে তাঁকে জোর করে ধর্মান্তরিত করে বিয়ে দেওয়া হল এক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে । এনিয়ে থানায় এফআইআর রজু করতে গেলে পুলিশ অপহৃতা তরুনীর পরিবারকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ । ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ দেখায় শিখ সম্প্রদায়ের লোকজন । প্রতিবাদে সরব হওয়ার জন্য তারা বিশ্বের সমস্ত প্রান্তের শিখ সম্প্রদায়ের মানুষদের কাছে আহ্বান জানান ।
জানা গেছে,অপহৃতা শিখ তরুনীর নাম দিনা কৌর ( Deena Kaur)। ঘটনাটি ঘটে গত শনিবার(২০ আগস্ট ২০২২) । দিনা প্রতি দিনের মত ওই দিনও স্কুলের উদ্দেশ্যে বের হন । তখন রাস্তা থেকে তাঁকে অপহরণ করা হয় । পরের দিন পরিবারকে বলা হয় তাঁদের মেয়ের বিয়ে দেওয়া হয়েছে এক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে । পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে থানায় যান অভিযোগ দায়েরের জন্য । কিন্তু পুলিশ অভিযোগ না নিয়েই তাঁদের ফিরিয়ে দেয় বলে অভিযোগ । প্রসঙ্গত,পাকিস্থানে হিন্দু,শিখ,খ্রিস্টান প্রভৃতি ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা নতুন নয় । ধর্মনিন্দার অজুহাতে পিটিয়ে খুন,অল্প বয়সী মেয়েদের অপহরণের পর জোর করে ধর্মান্তরিত করে বিয়ে দেওয়ার ঘটনা আকছার ঘটে । আর প্রতি ক্ষেত্রেই আইনি সহায়তা পায়না পাকিস্থানের সংখ্যালঘুরা । এমনকি পাকিস্থানের বিচারব্যবস্থাও সংখ্যাগুরুদের পক্ষেই রায় দেয় বলে অভিযোগ ।।