এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৪ মার্চ : প্রখর রোদ থেকে বাঁচতে লরির নিচে আশ্রয় নিয়েছিলেন ওই লরির খালাসি । ক্লান্তির কারনে চোখ জুড়িয়ে আসে তাঁর । তাই লরির নিচে গামছা বিছিয়ে তিনি ঘুমিয়ে পড়েন । বিষয়টি খেয়াল করেননি লরি চালক । তিনি লরিটি স্টার্ট করে কিছুটা এগুতেই আশপাশের লোকজন চিৎকার শুনে তিনি দাঁড়িয়ে পড়েন । কিন্তু তার আগেই সব শেষ । লরির চাকায় খালাসির মাথা পিষে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । বুধবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের থানার টাশুলি গ্রামে । খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে আনে । পুলিশ জানিয়েছে মৃতের নাম করিম খান (৩৮) । তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায় । বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয় পাঠিয়েছে পুলিশ ।
পাত্রসায়ের থানার টাশুলি গ্রামের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে দামোদর নদ । সেখানে রয়েছে একটি বৈধ বালিঘাট । সেখানে বালি আনতে গিয়েছিল ওই লরিটি । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন লরিতে বালি বোঝাই করার পর দামোদর নদের চড়েই দাঁড়িয়েছিল লরিটি । আশপাশে কোনও গাছপালা না থাকায় দুপুরের খাবার দাওয়া সেরে লরির নিচে ছাওতাতে শুয়ে ঘুমাচ্ছিলেন ওই লরিই খালাসি । কিছুক্ষন পর চালক আসে । তিনি লরিটি অন্যত্র পার্কিং করার জন্য স্টার্ট দিয়ে এগুতে শুরু করলে লরির চাকায় পিষ্ট হয়ে যান খালাসি করিম খান ।
পুলিশ লরির চালককে গ্রেফতার করেছে । পাশাপাশি আটক করা হয়েছে ঘাতক লরিটি । বৃহস্পতিবার ধৃত ট্রাকচালককে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় ।।