এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৭ জানুয়ারী : সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ও কাটোয়া মিলে তিন গ্রামে মোট ৫ টি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । তার মধ্যে শুধুমাত্র আউশগ্রামের ৪ টি গ্রামের ৪ মন্দিরে দেবদেবীর সোনারূপার গহনাসহ নিত্যসেবার কাঁসা পিতলের যাবতীয় সামগ্রী লুটপাট চালায় দুর্বৃত্তরা । অন্যদিকে কাটোয়া থানার অগ্রদ্বীপে একটি কালীমন্দিরে সর্বস্ব নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা । এদিকে একই রাতে একসঙ্গে এতগুলি মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে,আউশগ্রামের বেরেণ্ডা অঞ্চলের বেলুটি গ্রামের পাল পরিবারের নারায়ণ মন্দিরে এবং ওই গ্রামের বারোয়ারী কালীমন্দিরে সোমবার রাতে চুরির ঘটনা ঘটেছে । একই রাতে বেলুটির কাছাকাছি কালীদহ গ্রামের শ্মশানকালী মন্দিরে এবং বেরেণ্ডা গ্রামের সন্ন্যাসী গোঁসাই মহারাজ মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে । বেলুটি গ্রামে পাল পরিবারের সদস্য কিশোর পাল জানিয়েছেন নারায়ণ মন্দিরের তালা ভেঙে নারায়ণ বিগ্রহের রূপোর পৈতে,সিংহাসন চাঁদমালা, দেবদেবীর পায়ের নুপূর ,ছাতা এবং সোনার হার সহ তামা ও কাঁসার বাসনপত্র চুরি হয়ে গিয়েছে। এছাড়া কালীমন্দিরের তালা ভেঙে সোনার টিকলি,চোখ,নথ এবং রূপোর বালা, পায়ের মল ও নগদ প্রায় দেড় হাজার টাকা প্রণামী চুরি হয়ে গিয়েছে। এমনকি কালীমন্দির থেকে বলিদানের খাঁড়াটিও চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীদের দল । অপরদিকে কাটোয়ার অগ্রদ্বীপের কালীমন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন,দেবী প্রতিমার সোনার টিপ, নাকছাবি, রূপোর মুকুট, মালা, প্রণামী বাক্স সহ আরও কিছু মূল্যবান সামগ্রী চুরি গেছে । সব মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন তারা । দুই এলাকার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । তবে আজ মঙ্গলবার রাত পর্যন্ত পুলিশ চুরির কোনো কিনারা করতে পারেনি বলে জানা গেছে । এদিকে এই ঘটনার খবর এলাকায় চাওড় হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে । কোথাও কোথাও গ্রামবাসীরা আজ থেকে রাতপাহাড়ার ব্যবস্থা করেছে বলে জানা গেছে ।।