এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৮ ডিসেম্বর : জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার নাগরাকাটায় চিতাবাঘের মুখ থেকে শিশুকন্যাকে বাঁচালো স্থানীয় বাসিন্দারা । নাগরাকাটার কলাবাড়ি চা বাগানের এক শ্রমিকের ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় ৫ বছরের প্রতিকা কুজুর নামে ওই শিশুটির টুঁটি কামড়ে তুলে নিয়ে যায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ । শিশুটির মা পুনম কুজুর দেখতে পেয়ে চিৎকার শুরু করেন । সৌভাগ্যক্রমে আশেপাশেই কয়েকজন যুবক সেখানে ছিলেন । তারা পিছু ধাওয়া করে পাথর ছুড়তে থাকলে বাঘটি শিশুটিকে ফেলে পালিয়ে যায় । এরপর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে বানারহাট সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর প্রতিকাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি ।
জানা গেছে,গতকাল পুনম কুজুর মেয়েকে ঘুম পাড়ানোর জন্য বিছানা তৈরি করতে ঘরের ভেতর ঢোকেন। সেই সময় শিশুটি বাড়ির বারান্দায় ছিল । বিছানা হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে মেয়েকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে দেন মা। সেসময় গাড়া লাইন থেকে বাঁধ লাইনে নিজেদের বাড়িতে ফিরছিলেন মিঠু ওরাওঁ ও অজয় ওরাওঁ সহ আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা। একটি শিশুকে চিতাবাঘ মুখে তুলে নিয়ে যাচ্ছে দেখে তারা পিছু ধাওয়া করেন । তারা পাথর ছুড়তে ছুড়তে পিছু ধাওয়া করলে বাঘটি শিশুটিকে ফেলে পালিয়ে যায় ।
এদিকে বারবার চিতা বাঘের হানায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কলাবাড়ি এলাকায় । বনদপ্তর এর তরফ থেকে চা বাগান এলেকাগুলোতে একাধিক খাঁচা বসানো হয়েছে চিতাবাঘ ধরার জন্য।এই ঘটনার পর চা-বাগানে আরও নজরদারি বাড়ানোর দাবি উঠছে ।।

