এইদিন ওয়েবডেস্ক,শুক্রবার,২৬ ফেব্রুয়ারী : বিএসএফের মারে এক গ্রামবাসীর মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদে । মৃতের নাম মোফাজ্জুল সেখ । তাঁর বাড়ি মুর্শিদাবাদ পুলিশ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের চরকাকমারী গ্রামে । বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয় । শুক্রবার দেহটি গ্রামে পৌঁছতেই পথ অবরোধ শুরু করে দেয় ক্ষিপ্ত গ্রামবাসীরা । বিএসএফ নির্দয়ভাবে পেটানোর ফলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা । বেশ কিছুক্ষন ধরে অবরোধ চলে ।
সাহেবনগর অঞ্চলের চরকাকমারী গ্রামের বাসিন্দা মোফাজ্জুল সেখ পেশায় ক্ষুদ্র চাষি । সেই সঙ্গে তিনি জনমজুরির কাজও করেন । ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের দিকে কিছু জমিজমা রয়েছে তাঁর । ওই জমিতে কিছু ফসল চাষ করেছিলেন মোফাজ্জুল সেখ । গত সোমবার তিনি জমি পরিচর্যার জন্য গিয়েছিলেন । তাঁর সঙ্গে আরও দুই গ্রামবাসী চাষের কাজে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ‘মোফাজ্জুল সেখ প্রায় প্রতিদিনই চাষের কাজে সীমান্ত পেরিয়ে যেতেন । গত সোমবার মোফাজ্জুলসহ আরও দুই গ্রামবাসী সরকারী নিয়ম মেনে সীমান্তের ওপারে যায় । বাকি দু’জন তাঁদের জমিতে কাজে চলে যায় । মোফাজ্জুলের কাজ শেষ হয়ে গেলে তিনি বাড়ি ফিরে আসছিলেন । সেই সময় বিএসএফের ১১৭ নাম্বর বাটেলিয়ানের জওয়ানরা মোফাজুল সেখ লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে দেয় । গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মোফাজ্জুল । এদিকে হইহট্টগোল শুনে মোফাজ্জুলের দুই সঙ্গী তখন চলে আসে । তখন ওই দু’জন মোফাজ্জুলকে উদ্ধার করে নিয়ে আসে ।’
স্থানীয় সুত্রে জানা গেছে,সোমবার বাড়ি ফেরার পর ওই দিন রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে সাগরপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । সেখান থেকে তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । অবস্থার অবনতি হলে জখম ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে মৃত্যু হয় মোফাজ্জুল সেখ নামে ওই ব্যক্তির ।
এদিন সকালে দেহটি গ্রামে আনা হলে ক্ষিপ্ত গ্রামবাসীরা পথ অবরোধ শুরু করে দেয় । ঘটনার তদন্তের জন্য মৃতদেহের ময়নাতদন্তের দাবি জানান গ্রামবাসীরা । যদিও বিএসএফের তরফ থেকে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে ।।